WB 7th Pay commisson: রাজ্যে সপ্তম পে কমিশন ঘোষণা! 'এদিনের মধ্যে বাড়ছে বিপুল অঙ্কের মাইনে' ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের?

Published : Jun 18, 2025, 12:00 PM IST

সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ মেটানোর পাশাপাশি, সপ্তম বেতন কমিশন গঠনের জল্পনা! তাই রাজ্যে সপ্তম পে কমিশন ঘোষণা! 'এদিনের মধ্যে বাড়ছে বিপুল অঙ্কের মাইনে' ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের?

PREV
18

সরকারি কর্মীদের জন্য খুশির খবর। একধাক্কায় বেতন বাড়ছে দ্বিগুণেরও বেশি? দুর্দান্ত খুশির খবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

28

ইতিমধ্যেই সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলেছে সুপ্রিমকোর্ট।

38

তারমধ্যেই আবার সপ্তম বেতন কমিশন বসানোর কথা হয়েছে। বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের পার্থক্য অনেক। অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশন গঠন হয়েছে প্রায় ১০ বছর হল।

48

এর মধ্যে মূল্যবৃদ্ধির কারণে সংসার চালানো সত্যিই মুশকিল হয়ে পড়েছে সাধারণ মানুষের পক্ষে।

58

অন্যদিকে চার সপ্তাহের মধ্যে ডিএ মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এখন চলছে সেই টাকা মেটানোর প্রক্রিয়া। কবে ঢুকবে এই টাকা?

68

বলা হয়েছে আগামী ২৭ জুনের মধ্যেই নাকি সম্সত টাকা মিটিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ঘোষণা করা হবে সপ্তম বেতন কমিশনও।

78

কোথাও লিখিত না থাকলেও প্রতি ১০ বছর অন্তর বসাতে হয় সপ্তম বেতন কমিশন। কিন্তু ১০ বছর হয়ে যাওয়ার পরেও এখনও কোনও ঘোষণা নেই রাজ্য সরকারের তরফে।

88

তাই সরকারি কর্মীদের মন জোগাতে এবার সপ্তম বেতন কমিশন গঠন করতে চলেছে রাজ্য সরকার। তবে এখনও এই নিয়ে কোনও ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের তরফে।

Read more Photos on
click me!

Recommended Stories