শুটআউটের শব্দ কেঁপে ওঠে স্টেশন চত্বর। ছুটে আসেন বাকি যাত্রীরা। এসে তাঁরা দেখতে পান যে, মাথা সামনের দিকে ঝুঁকে থাকা অবস্থায় সিটেই বসে রয়েছেন গুলিবিদ্ধ ব্যক্তি।
সোমবার দিল্লিগামী কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। ট্রেনের মধ্যেই চলল গুলি, বুলেটবিদ্ধ হয়ে মৃত্যু হল ট্রেনে থাকা এক যাত্রীর। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকা জুড়ে।
সোমবার রাতে কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেসের অসংরক্ষিত কামরায় হঠাতই তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ২ জন যাত্রী। বচসা এমনই চরমে ওঠে যে, ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই একজন যাত্রী অপরজনকে গুলি করে দেন। শুটআউটের শব্দ কেঁপে ওঠে স্টেশন চত্বর। ওই অসংরক্ষিত কামরায় ছুটে আসেন বাকি যাত্রীরা। এসে তাঁরা দেখতে পান যে, মাথা সামনের দিকে ঝুঁকে থাকা অবস্থায় সিটেই বসে রয়েছেন গুলিবিদ্ধ ব্যক্তি।
শুটআউট হওয়া কামরার ভেতরে ছুটে আসেন রেল পুলিশের কর্তব্যরত কর্মীরা। প্রথমে গুলিবিদ্ধ ব্যক্তিকে দেখে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে হলেও, পরে দেখা যায় তাঁর শরীরে একাধিক বুলেটের চিহ্ন রয়েছে। যা দেখে, প্রাথমিকভাবে অনুমান করা হয় যে, তাঁকে খুন করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তির দেহ ট্রেন থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেসের যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন-
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট কবে হতে পারে? তারিখ বলে দিলেন শুভেন্দু অধিকারী
Bollywood News: শীঘ্রই কি বিয়ের পিঁড়িতে আদিত্য রয় কাপুর? অনন্যা পাণ্ডের সঙ্গে বাড়ছে ঘনিষ্ঠতার উত্তাপ
পর পর দু’বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, অধ্যক্ষদের সোমবার বিশেষ পরামর্শ
কোন স্বপ্ন দেখলে বাড়বে প্রচুর ধনসম্পত্তি, কোন স্বপ্ন বুঝিয়ে দেয় আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, জেনে নিন স্বপ্ন দেখার ফলাফল