পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট কবে হতে পারে? তারিখ বলে দিলেন শুভেন্দু অধিকারী

ঠাকুরনগরে আয়োজিত প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে শাসকদল তৃণমূলের নাম করে সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

বারবার একেকটি তারিখ নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর তারিখ ঘোষণার কারণে একাধিকবার বিড়ম্বনায় পড়তে হয়েছে বিজেপিকে, এ নিয়ে শুভেন্দুকে ভর্ৎসনা করেছিলেন পদ্মশিবিরের শীর্ষ নেতৃত্বরাও। কিন্তু, তারপর আবারও বঙ্গ রাজনীতিতে বিরোধী দলনেতার মুখে শোনা গেল তারিখের ঘোষণা। সোমবার প্রকাশ্য জনসভা থেকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী।

পঞ্চায়েত নির্বাচনের জন্য দিনক্ষণ ভাবার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে রাজ্যের নির্বাচন কমিশন। তার আগেই পঞ্চায়েত ভোটের দিন সম্ভাব্য জানিয়ে দিলেন নন্দীগ্রামের বিধায়ক, তবে সেই সম্ভাবনা তিনি করলেন পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলকে কটাক্ষ করেই। সোমবার খেজুরির ঠাকুরনগরের সভা থেকে শুভেন্দু দাবি করেন, আগামী ২ মে পঞ্চায়েত ভোট করাতে চায় তৃণমূল সরকার এবং সেটা হবে এক দফার ভোট। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এক দফায় ভোট করাতে চায়, তার কারণও তাঁর অবগত রয়েছে বলে দাবি করলেন শুভেন্দু।

Latest Videos

এক সপ্তাহ আগেই ঠাকুরনগরে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই তার পালটা সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভামঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘‘আগামী ২ মে পঞ্চায়েত ভোট করাবে (রাজ্য সরকার)। সব খবর থাকে আমার কাছে। একটা ফেজ়ে (দফা) ভোট করাবে এবং পুলিশ দিয়ে ভোট করাতে চাইছে। যাতে রক্তগঙ্গা বওয়াতে পারে, তার ব্যবস্থা করছে।’’

২০২৩ সালেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তবে, সেই ভোট কবে এবং কোন মাসে হবে, তার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়নি শাসকদলের তরফে। সেখানে বিরোধী দলনেতার এই আগেভাগে তারিখ ঘোষণাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কোনও কোনও বিশেষজ্ঞের মতে, শুভেন্দু অধিকারী হয়তো নিজেই চান, যাতে ২ মে তারিখে পঞ্চায়েত ভোট না হয়। ওইদিন ভোট রোখার জন্য শাসকদল তৃণমূলের নাম করে আগেভাগে হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা। যদি ওইদিনেই ভোট হয়, তা হলে তিনি এটা বলতে পারবেন যে, তাঁর কাছে প্রশাসনের অন্দরের খবরও থাকে। আর, ওইদিন ভোট না হলে এবং একাধিক দফায় পঞ্চায়েত নির্বাচন হলে হয়তো তাঁর এবং বিজেপির কোনও বিশেষ সুবিধা হবে।

আরও পড়ুন-

Bollywood News: শীঘ্রই কি বিয়ের পিঁড়িতে আদিত্য রয় কাপুর? অনন্যা পাণ্ডের সঙ্গে বাড়ছে ঘনিষ্ঠতার উত্তাপ
পর পর দু’বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, অধ্যক্ষদের সোমবার বিশেষ পরামর্শ
রাজ্যবাসীর উদ্দেশ্যে নবান্নের বিশেষ পরিষেবা ৩০টি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স, উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Share this article
click me!

Latest Videos

ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari