৪ ডিসেম্বরের মধ্যে জমা করতে হবে এনুমারেশন ফর্ম, নির্ধারিত সময় পেরিয়ে গেলে পড়তে হবে সমস্যায়

Published : Nov 16, 2025, 02:27 PM IST

বাংলায় আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। আগামী সপ্তাহেই তারা বাংলায় আসতে পারে বলে কমিশন সূত্রের খবর। ১৪ নভেম্বরের মধ্যে রাজ্যে এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ করা হয়েছে। 

PREV
16
SIR নিয়ে বড় আপডেট

রাজ্যের প্রায় ৯৫% ভোটার SIR-এর জন্য এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন। বৃহস্পতিবার তথ্য দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। বাকি ছিল মাত্র ৫% ভোটার। যারা এনুমারেশন ফর্ম নির্ধারিত সময় পাননি তাদেরও ১৪ নভেম্বরের মধ্যে ফর্ম দিয়ে দেওয়া হয়েছে।

26
বৃহস্পতিবার ফর্ম বিলি

নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা পর্যন্ত রাজ্যের ৭ কোটি ২৭ লক্ষের বেশি ভোটারের হাতে তুলে দেওয়া হয়েছে এনুমারেশন ফর্ম। বাকিদেরও দ্রুত এনুমারেশন ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

36
বাংলায় নির্বাচন কমিশনের প্রতিনিধি

বাংলায় আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। আগামী সপ্তাহেই তারা বাংলায় আসতে পারে বলে কমিশন সূত্রের খবর। ১৪ নভেম্বরের মধ্যে রাজ্যে এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ করা হয়েছে। এনুমারেশন ফর্ম বিলির শুরুর সময়ই রাজ্যে এসেছিল নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। এবার জমা নেওয়ার সময়ও রাজ্যে আসছে প্রতিনিধি। সোমবার থেকেই তারা কাজ শুরু করতে পারে।

46
ফর্ম জমা দেওয়ার সময়সীমা

এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমান ৪ ডিসেম্বর। তারই মধ্যে এটি পুরাণ করে জমা দিতে হবে। যদি নির্ধারিত সময় ফর্ম জমা না করতে পারেন তাহলে কী হবে জেনে নিন।

56
ফর্ম জমা না দিলে কী হবে?

প্রথমত- ৯ ডিসেম্বর খসড়়া ভোটার তালিকা প্রকাশ হবে। তাতে যারা যারা ফর্ম জমা না দেবে তাদের নাম উঠবে না। তবে এতে চিন্তিত হওয়ার কিছু নেই।

দ্বিতীয়ত- ৯ ডিসেম্বর - ৮ জানুয়ারি - প্রায় এক মাস ক্লেইম অ্যান্ড অবজেকশন পর্ব চলবে। তখনও ফর্ম জমা দেওয়া যাবে। তবে এক্ষেত্রে এনুমারেশন ফর্ম নির্ধারিত সময়ে জমা না দেওয়ার কারণ দর্শাতে হবে। প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

66
মূল ভোটার তালিকা

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তাতেই নাম থাকবে সংশ্লিষ্টদের। তবে কেউ যদি এই সময়ের মধ্যে নথি জমা বা নাম তুলতে না যান, তাহলে আগামী ২০২৬ সালের বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন না। কারণ ৭ ফেব্রুয়ারি যে তালিকা বেরোবে সেটাই আগামী বিধানসভা নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা।

Read more Photos on
click me!

Recommended Stories