বেড়ে গেল SIR -র খসড়া ভোটার লিস্ট নিয়ে অভিযোগের সময়সীমা, কবে আবেদনের শেষ দিন?

Published : Jan 16, 2026, 07:54 AM IST
SIR

সংক্ষিপ্ত

বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার খসড়া তালিকা নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা ১৫ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। 

বাংলায় চলছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। এনুমারেশন প্রক্রিয়ার পর ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে খসড়া ভোটার তালিকা। আর সেই তালিকায় কোনও ভুল বা আপত্তি থাকলে, সেই সম্পর্কিত আবেদন করার শেষ দিন ছিল ১৫ জানুয়ারি। এবার বেড়ে গেল সেই দিন। আরও ৪ দিন বাড়িয়ে দিল কমিশন। যার ফলে সংশোধনের আবেদন ১৯ জানুয়ারি, সোমবার পর্যন্ত করা যাবে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এর পাশাপাশি গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান ও পুদুচেরিতেও আবেদনের সময়সীমা বাড়ানো হল।

আর ফেব্রুয়ারির মাঝামাঝি বের হবে ফাইনাল ভোটার লিস্ট। আরও নির্দিষ্ট করে বলা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি এই লিস্ট বেরনোর কথা। আর নতুন ভোটার লিস্ট তৈরির কাজ যাতে ঠিক ঠাক হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। এই কাজ নির্ভুল করতেই সময়সীমা বাড়ল কমিশনের।

এদিকে সদ্য জানানো হয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না SIR -র ডকুমেন্ট হিসেবে। বর্তমানে SIR হিয়ারিং চলছে। আর SIR-র হিয়ারিং-এ গিয়ে দেখাতে হচ্ছে একাধিক ডকুমেন্ট। কিন্তু, এই ডকুমেন্টের মধ্যে গ্রাহ্য হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

এদিকে কমিনন SIR শুরু সময়ই খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন জানিয়ে দিয়েছিল। তবে নির্দিষ্ট সময়ে কাজ না শেষ হওয়ায় ১৬ ডিসেম্বর বের হয় ড্রাফ্ট ভোটার লিস্ট। আর সেই লিস্ট থেকে বাদ গিয়েছে ৬৭ লক্ষ নাম। এবার বেড়ে গেল SIR -র খসড়া ভোটার লিস্ট নিয়ে অভিযোগের সময়সীমা। আবেদন করার শেষ দিন ছিল ১৫ জানুয়ারি। এবার বেড়ে গেল সেই দিন। আরও ৪ দিন বাড়িয়ে দিল কমিশন। বাংলার পাশাপাশি গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান ও পুদুচেরিতেও এই আবেদনের দিন বদল হয়েছে। ভোটার লিস্টে স্বচ্ছতা আনতে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এখন ১৯ জানুয়ারি পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

২০২৬-এর হারের ভয়? ভোটের জন্য মন্দির উদ্বোধন, মহাকালের প্রকোপে বিদায় নিশ্চিত: শঙ্কর ঘোষ
দলের দুর্নীতিতে মোহভঙ্গ? ময়নাগুড়িতে তৃণমূলে ধস, পদ্ম শিবিরে ৩০ জন | BJP News | TMC | Maynaguri