এবার রবিবারও খোলা রাখতে হবে স্কুল! কড়া নির্দেশিকা জারি হয়েছে প্রধান শিক্ষকদের জন্য়

Published : Dec 27, 2025, 10:44 AM IST

আজ থেকে রাজ্য শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের হিয়ারিং। আর সেই কারণেই বিশেষ নির্দেশিকা জারি করেছে রাজ্যের শিক্ষা দফতর। এবার থেকে নির্দেষ্ট জেলার জন্য কাজের প্রকৃতি অনুযায়ী রবিবারও খোলা রাখতে হবে স্কুল। 

PREV
16
SIR হিয়ারিং

আজ থেকে রাজ্য শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের হিয়ারিং। আর সেই কারণেই বিশেষ নির্দেশিকা জারি করেছে রাজ্যের শিক্ষা দফতর। এবার থেকে নির্দেষ্ট জেলার জন্য কাজের প্রকৃতি অনুযায়ী রবিবারও খোলা রাখতে হবে স্কুল।

26
বিজ্ঞপ্তি জারি

এই বিজ্ঞপ্তির মূল লক্ষ্য়ই হল এসআইআর প্রক্রিয়ার সঙ্গে রাজ্যের স্কুলগুলির সরাসরি যুক্ত হওয়া। ২৬ ডিসেম্বর ২০২৫ সালে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, SIR সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষক ও আধিকারিকদের ছুটির ক্ষেত্রেও কড়াকড়া থাকবে। মূলত এসআইআর প্রক্রিয়ার জন্যই এই নির্দেশ জারি করা হয়েছে। প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি হলঃ

36
তথ্য যাচাই ও দ্রুত উত্তর

প্রধান শিক্ষকদের বিদ্যালয়ের অ্যাডমিশন রেজিস্ট্রার, ট্রান্সফার, ট্রান্সফার সার্টিফিকেট রেজিস্ট্রার বা অন্যান্য লভ্য নথি থেকে আবেদনকারীর জন্ম তারিখ যাচাই করতে হবে। যাচাই করার পরে স্বাক্ষরসহ সেই তছ্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে মাত্র ২ দিনের মধ্যেই ইমেল করে পাঠাতে হবে।

46
বিদ্যালয়ের উপস্থিতি বাধ্যতামূলক

যতক্ষণ না এই ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ প্রধান শিক্ষকদের বিদ্য়ালয়ে উপস্থিত থাকতে হবে। যদি এই দুই দিনের সময়সীমার মধ্যে ছুটির দিন বা রবিবার পড়ে তাহলেও বিদ্যালয় খোলা রাখতে হবে আর তাদের স্কুল উপস্থিত থাকতে হবে।

56
ছুটি বাতিল

এসআইআর প্রক্রিয়ার কাজ চলাকালীন শিক্ষকদের কাজের কর্মস্থল বা স্টেশন ছাড়া চলবে না। তাদের ব্যক্তিগত কোনও ছুটির আবেদনই এই সময় গ্রাহ্য হবে না।

66
জরুরি অবস্থা

যদি অত্যন্ত জরুরি বা অনিবার্য কারণে ছুটির প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের কাছে আগাম অনুমতি নিতে হবে। শুধু প্রধান শিক্ষক নয় স্কুল ইন্সপেক্টরদের এসআইআর প্রক্রিয়ার ওপর পুরো মাত্রায় নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরও এই সময় ছুটি নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।

Read more Photos on
click me!

Recommended Stories