SIR: নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত! শুনানির নথি আপলোড করুন নিজেরাই, রইল পদ্ধতি

Published : Jan 16, 2026, 10:38 AM IST

SIR UPDATE: বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটাররা নিজেরাই তাদের শুনানির নথি নিজেরাই আপলোড করতে পারবেন। কী করে প্রয়োজনীয় নথি আপলোড করবেন? রইল গোটা পদ্ধতি।

PREV
15
বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

এবার বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটাররা নিজেরাই তাদের শুনানির নথি নিজেরাই আপলোড করতে পারবেন। শুধু তাই নয়, সেই নথি আপলোড করার পরে তাদের প্রাপ্তি স্বীকারের কপি বা অ্যাকনজেলমেন্ট কপিও দেওয়া হয়েছে।

25
সুযোগ সকলের জন্য নয়

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিলেও এই সুযোগ কিন্তু সকলের জন্য নয়। একমাত্র সেইসব ভোটাররাই এই সুযোগ পাবেন যাদের এপিক কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট ভোটাররাই নিজেদের হিয়ারিং-এর নথি নিজেরাই আপলোড করতে পারবেন।

তবে কীভাবে নিজেদের নথি নিজেরাই আপলোড করবেন?

35
প্রথম ধাপ

প্রথমেই সংশ্লিষ্ট ভোটারকে মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারে গিয়ে eci.gov.voters.in ওয়েবসাইট খুলতে হবে। সেখানেই নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখতে সংশ্লিষ্ট ভোটারকে লগ ইন করতে হবে। তারপরই এসআইআর সংক্রান্ত ট্যাবে যেতে হবে।

45
দ্বিতীয় ধাপ

এসআইআর সংক্রান্ত ট্যাবের নিচেই নথি আপলোড করার অপশান দেওয়া হয়েছে। সেখানেই সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করা যাবে। তারপর সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্য়ুড - নামের একটি অপশানে গিয়ে ক্লিক করলেই ভোটারের এপিক নম্বর অথবা শুনানির জন্য যে নোটিশ ইস্যু করা হয়েছে সেটির রেফারেন্স বসাতে হবে। তারপরই নথি আপলোজ করতে পারবেন ভোটার।

55
১৩টি নথি গ্রহণযোগ্য

নির্বাচন কমিশন ১৩ নথিকে গ্রহণযোগ্যতা গিয়েছে। সংশ্লিষ্ট নথি ছাড়া অন্য কোনও নথি দেওয়া যাবে না। কোনও ভোটার যদি অন্য কোনও নথি আপলোড করতে চান তাহলে তাঁকে অ্যাড ডকুমেন্টস-এ গিয়ে বাকি নথি অ্যাড করতে হবে। আপলোড শেষ হবে প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেডমেন্ট নম্বরও পাবেন সংশ্লিষ্ট ভোটার।

Read more Photos on
click me!

Recommended Stories