কলকাতার বুকে কঙ্কাল উদ্ধার! পুরান বাড়ি মেরামত করতে গিয়ে উদ্ধার হল নরকঙ্কাল, শহর জুড়ে আতঙ্ক

Published : Jul 19, 2024, 07:54 AM IST
skeleton

সংক্ষিপ্ত

কলকাতার বুকে কঙ্কাল উদ্ধার! পুরান বাড়ি মেরামত করতে গিয়ে উদ্ধার হল নরকঙ্কাল, শহর জুড়ে আতঙ্ক

কলকাতার বুকে হাড় হিম করা ঘটনা! শহরের বুকে উদ্ধার হল নরকঙ্কাল। হইচই পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে। কসবার কমলা পার্ক এলাকার ঘটনা। বৃহস্পতিবার ভরদুপুরে উদ্ধার হয়েছে নরকঙ্কালটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কসবা এলাকার একটি পুরান বাড়ি সংস্কারের কাজ চলছিল। তাতেই উদ্ধার হয়েছে এই নরকঙ্কাল। তবে কঙ্কালটি কোনও পুরুষের না মহিলার তা এখনও পর্যন্ত জানা যায়নি। খবর পেতেই ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করেছে পুলিশ।

কীভাবে কসবার ওই বাড়িতে নরকঙ্কালটি পৌঁছল তা নিয়ে তদন্ত করছে পুলিশ। কসবার ওই বাড়িটি দীর্ঘদিনের পুরান বাড়ি। এই বাড়িতে এখনও পর্যন্ত কেউ বসবাস করেন না। বৃহস্পতিবার সংস্কারের কাজ চলাকালীন কঙ্কালটি উদ্ধার করা হয়। খুন করে কাউকে ওই বাড়িতে রেখে যাওয়া হয়েছিল কি না সে বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে হাওড়ার জগৎবল্লভপুরের মাঠ থেকেও একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বহুদিন ধরে এলাকা থেকে নিখোঁজ ছিলেন এক ব্যক্তি। এটি সম্ভবত তাঁরই কঙ্কাল বলে মনে করছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

Taherpur : মোদীকে দেখতে পেলেন না, তবে পরিবর্তন নিশ্চিত! হতাশ, কিন্তু ভেঙে পড়েননি
'পশ্চিমবঙ্গে মহা জঙ্গলরাজ চলছে' অডিও বার্তায় মমতাকে বিঁধলেন মোদী | PM Modi Taherpur | BJP | TMC