হুগলির বন্যা মোকাবিলায় এসডিও স্মিতা সান্যাল শুক্লা, নিলেন সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব

বন্যা পরিস্থিতিতে হুগলির চুঁচুড়াবাসীর নয়নের মনি হয়ে উঠেছেন হুগলি দাবাং তরুণ তুর্কি মহিলা ডব্লিউবিসিএস অফিসার।মহামারী থেকে সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন হুগলী-চুঁচুড়া এসডিও স্মিতা সান্যাল শুক্লা।

বন্যা পরিস্থিতিতে হুগলির চুঁচুড়াবাসীর নয়নের মনি হয়ে উঠেছেন হুগলি দাবাং তরুণ তুর্কি মহিলা ডব্লিউবিসিএস অফিসার। বন্যার পরিস্থিতি এবং বন্যার পরবর্তী পরিস্থিতি ডায়রিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গি, ডিসেন্ট্রি মহামারী থেকে সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন হুগলী-চুঁচুড়া এসডিও স্মিতা সান্যাল শুক্লা। ডিভিসি থেকে ছাড়া জল এবং মুষলধারে বৃষ্টির ফলে হুগলি জেলার গঙ্গা তীরবর্তী পশ্চিমপাড়ের চুঁচুড়া,বাঁশবেড়িয়া, বলাগড়েও প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জল উঠেছে হুগলির বালির মোড় সংলগ্ন কালীতলা অঞ্চলের বেশ কিছু এলাকায়। এদিন এই অঞ্চলে জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখতে সশরীরে হাজির হন চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা।তিনি পরিস্থিতি ঘুরে দেখেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি মোকাবিলার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাসকে জরুরী পরামর্শ ও দেন। মহিলা এসডিও সাধারণ মানুষকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়ে বলেন যে সরকার প্রশাসন এবং পৌরসভার তরফে সবরকম ব্যবস্থা করা হবে।ইতিমধ্যেই গঙ্গা তীরবর্তী এলাকায় বসবাসকারীদের নিরাপদ জায়গায় উদ্ধার করে নিয়ে যাওয়া এবং তাদেরকে যথাযথ ত্রাণ সামগ্রী দেওয়া ও ব্যবস্থা করা হয়েছে। এবং বন্যা পরিস্থিতির পর ও যখন বন্যার জল নামতে শুরু করবে তখন ও সাধারণ মানুষের কোন অসুবিধে হবে না। গোটা এলাকাটি সংক্রমণমুক্ত রাখার জন্য এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করার পরামর্শ দেন তিনি। 

08:24মহিলা ও কৃষকদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, দেখুন ভিডিও05:56Ranaghat : ষড়যন্ত্রের জন্ম বাংলাদেশেই! বিরাট সাজা দিল রানাঘাট আদালত, দেখুন03:02সুন্দরবনে ফের বাঘের ভয়াল থাবা! প্রাণপণ লড়াই করেও হলো না শেষ রক্ষা, শোকের ছায়া পরিবারে04:07'বাংলাদেশ ও রোহিঙ্গা মুসলমানরা আপনাকে বাঁচাতে পারবে না দিদি' মমতাকে বেলাগাম আক্রমণ গিরিরাজের02:18South 24 Parganas News: আড়াই বছর শিশুর সামনে এইরকম কাণ্ড ঘটলো! আতঙ্কে গোটা এলাকা05:23Suvendu Adhikari : মমতার এই খেলা আগেই ধরেছিলেন, আজ কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই ফাঁস করে দিলেন শুভেন্দু03:16কেক কেটে ছাগলের জন্মদিন পালন, আমন্ত্রিত লোকসংখ্যা ১৫০, কোথায় ঘটল এই ঘটনা?03:20পাসপোর্ট চক্রে গ্রেফতার লালবাজারের প্রাক্তন পুলিশকর্মী! চাঞ্চল্যকর পরিস্থিতি অশোকনগরে03:14'ওর আগে ক্ষমা চাইতে হবে, তারপর গান' বামেদের অনুষ্ঠানে বাংলাদেশের গায়িকা নিয়ে চরম বার্তা শুভেন্দুর03:25‘তৃণমূল তাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই শেষ হচ্ছে’ মমতাকে সরাসরি তোপ অধীরের