
'ভগবান বলছেন, এবার তোমাকে যেতে হবে'— মুখ্যমন্ত্রীর 'খারাপ কপাল' নিয়ে খোঁচা শুভেন্দুর
Suvendu Adhikari : 'ভগবান বলছেন, এবার তোমাকে যেতে হবে!' মমতার 'কপাল' নিয়ে কেন এমন বললেন শুভেন্দু? ২৬-এর নির্বাচন ও হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে বড় সতর্কবার্তা বিরোধী দলনেতার। 'মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী'কে বিশ্বাস না করার আর্জি।
Suvendu Adhikari : 'এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করবেন না'। 'ক্ষমতায় এসে টাটা-কে তাড়িয়েছে, চাকরি চুরি করেছে'। 'ছাব্বিশে আসলে এই মুখ্যমন্ত্রী হিন্দুদের তাড়াবে'। 'তাই হিন্দু সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে'। 'ছাব্বিশে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালটাই খারাপ'। 'ভগবান বলছেন, এবার তোমাকে যেতে হবে'। 'মমতা যার সঙ্গেই হাত মিলিয়েছে সেই ধপাস'। হুগলির বলাগড়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী