পার্থর কালো টাকার পর্দা ফাঁস করছেন রাজসাক্ষী কল্যাণময় ? শ্বশুরের বিপদ বাড়াল জামাই

Published : Mar 18, 2025, 04:07 PM ISTUpdated : Mar 18, 2025, 05:51 PM IST

Partha Chatterjee: কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সূত্রের খবর কল্যাণময় ভট্টাচার্য এদিন আদালতে গোপন জবানবন্দিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তাঁর বেআইন সম্পত্তির হিসেব দেন। 

PREV
110
শ্বশুরের জন্য বিপদ জামাই

শ্বশুরের জন্য আরও বিপদ বাড়িয়ে দিলেন জামাই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হলেন।

210
কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী

আগেই জানিয়েছিলেন তিনি নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চান। সেইমত আবেদন করেছিলেন ইডির বিশেষ আদালতে।

310
গোপন জবানবন্দি

মঙ্গলবার রাজসাক্ষী হিসেবেই গোপন জবানবন্দি রেকর্ড করান পার্থ চট্টোপাধ্যের জামাই কল্যাণময় ভট্টচার্য। সেখানেই হিসেব দেন পার্থর দুর্নীতির টাকার।

410
সিবিআই-এর দাবি

কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সূত্রের খবর কল্যাণময় ভট্টাচার্য এদিন আদালতে গোপন জবানবন্দিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তাঁর বেআইন সম্পত্তির হিসেব দেন।

510
পার্থ গ্রেফতার

২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। সেই সময় তাঁর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি টাকা।

610
টাকার অঙ্ক

পার্থর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল নগদ প্রায় ৫০ কোটি টাকা। উদ্ধার হয়েছিল কেজি কেজি সোনার গয়না।

710
টাকা বাজেয়াপ্ত

সেই সময়ই পার্থ চট্টোপাধ্য়ায় ও তাঁর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হওয়া সমস্ত টাকা ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

810
কোন পথে কালো টাকা সাদা

ইডি সূত্রের খবর, তদন্তকারীরা জানতে চাইছে কোন পথে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছিল। আর সেই কাজে তদন্তকারীদের সাহয্য করতে পরেন জামাই কল্যণময়।

910
কালো টাকা সাদা

ইডির আরও দাবি, এ ভাবেই নিয়োগ দুর্নীতির কালো টাকা পার্থের প্রয়াত স্ত্রীর নামে ট্রাস্ট এবং কল্যাণময়ের নানা সংস্থার মাধ্যমে সাদা করা হয়েছিল। কল্যাণময় এবং তাঁর সংস্থার নামে অভিযোগও দায়ের হয়।

1010
মুক্ত কল্যণময়

সূত্রের খবর রাজসাক্ষী হওয়ার বদলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সব অভিযোগ থেকে মুক্তি দেওয়ার শর্ত আরোপ করেছিলেন কল্যাণ। তাতে সায় দিয়েছে ইডি।

click me!

Recommended Stories