সপ্তম পে কমিশন নিয়ে জল্পনার মাঝে বাড়ল বেতন, এপ্রিলেই মোটা টাকা ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে

Published : Mar 18, 2025, 11:49 AM IST

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি বাস চালকদের বেতন বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সর্বনিম্ন বেতন ১৬ হাজার এবং সর্বোচ্চ ৩৮ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। এই বেতন বৃদ্ধি জানুয়ারী মাস থেকে প্রযোজ্য হবে এবং কর্মীরা এরিয়ার সহ মার্চ মাসের বেতনের সাথে পাবেন।

PREV
110

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বেতন থেকে শুরু করে ডিএ বৃদ্ধি সব নিয়ে জল্পনার অন্ত নেই।

210

বর্তমানে নানান কানাঘুষো শোনা যাচ্ছে সপ্তম পে কমিশন নিয়ে। ২০২৬ সাল থেকে নতুন পে কমিশন গঠনের কথা।

310

কিন্তু, এখনও নিশ্চুপ সরকার। রাজ্য বাজেটে সপ্তম পে কমিশন নিয়ে কোনও ঘোষণা হয়নি। তবে, শোনা যাচ্ছে এই নিয়ে চলছে প্রস্তুতি।

410

সে যাই হোক, এই জল্পনার মাঝে এল বেতন বৃদ্ধির খবর। খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বেতন বৃদ্ধির কথা।

510

বেতন বাড়ছে রাজ্য সরকারের বাস চালকের। বেতন হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার।

610

ন্যূনতম বেতন ১৩ হাজার ৫০০ থেকে বেড়ে হবে ১৬ হাজার টাকা।

710

তেমনই সর্বোচ্চ বেতন হবে ৩৮ হাজার টাকা। আট বছর পর বেতন বাড়ছে রাজ্যের চুক্তি ভিত্তিক বাস চালকদের।

810

জানুয়ারি থেকে প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত। এবার তিন মাসের বেতন মিলবে এক সঙ্গে।

910

মার্চের বেতনের সঙ্গে ৩ মাসের এরিয়ার পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এই সিদ্ধান্তে খুশি সকল কর্মীরা।

1010

সপ্তম পে কমিশন নিয়ে জল্পনার মাঝে বাড়ল বেতন, এপ্রিলেই মোটা টাকা ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। একথা ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী।

click me!

Recommended Stories