দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কনভয়, চেপে দেয় লরি, ধাক্কা দুই গাড়ির

Published : Feb 21, 2025, 07:46 AM ISTUpdated : Feb 21, 2025, 07:47 AM IST
SOURAV GANGULY

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ির দুর্ঘটনা ঘটে। একটি লরি সৌরভের গাড়িকে চেপে দেয়, ফলে কনভয়ের অন্যান্য গাড়িও ধাক্কা খায়। যদিও কেউ আহত হয়নি, তবে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের গাড়ি। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বর্ধমান যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয় সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের গাড়ির। বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁতনরপর এলাকায় ঘটে এমন দুর্ঘটনা। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের রেঞ্জ রোভার গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয়। একটি লড়ি সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের গাড়িকে চেপে দেওয়ার দুর্ঘটনা হয় বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সৌরভের গাড়ির চালক দ্রুত ব্রেক কষেন। যার ফলে কনভয়ে থাকা সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের পিছনের গাড়িগুলো একে একে ধাক্কা মারে।

সৌরভের পিছনে থাকা গাড়িটি সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের গাড়িকে ধাক্কা মারে। যদিও আপাতত কোনও হতাহতের খবর নেই। তবে, দুর্ঘটনার কারণে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কনভয়ে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। দুর্ঘটনার পর তিনি রাস্তায় প্রায় ১০ মিনিট অপেক্ষা করছিলেন। পরে গন্তব্যে যান। গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তা ঘটে এমন দুর্ঘটনা। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কনভয়ের মধ্যে লরি এসে পড়ে। চেপে দেয় গাড়িকে। চালক জোড়ে ব্রেক দিলে পর পর গাড়ি ধাক্কা মারে। তবে, কেউ আহত হননি।

তবে, এই ঘটনার পরও কথা রাখেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন। সৌরভকে রাজকীয় সংবর্ধনাও দেওয়া হয়। আসার পথে দুর্ঘটনার কারণে মনের মধ্য অস্বস্তি নিয়েও সকলের ইচ্ছা পূরণের চেষ্টা করেন।

বিপদ যেন কাটছেই না। গাড়ি দুর্ঘটনার মতো ঘটনা আগেও ঘটেছে। তাঁর মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটে। বেপরোয়া বাস ধাক্কা দিয়েছিল সৌরভের মেয়ে সানার গাড়িতে। ডায়মন্ড হারহার রোডে বেহালা চৌরাস্তার কাছে হয়েছিল এই ঘটনা। দুটি বাস রেষারেষি করতে গিয়ে সানার গাড়িকে ধাক্কা মারে। সে সময় প্রত্যক্ষদর্শরী বলেছিলেন, চালকের আসনের দিকে ধাক্কা মেরেছিল বাসটি। তার পাশের সিটেই ছিল সানা। আর এবার দুর্ঘটনার কবলে পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। বৃহস্পতিবার ঘটে এই ঘটনা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন কাণ্

 

PREV
click me!

Recommended Stories

সুপ্রিম হস্তক্ষেপে দেশে ফিরেছেন অন্তসত্ত্বা সোনালী, মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বিস্ফোরক মন্তব্য
Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?