টাটার পর বাংলা থেকে চলে গেল আরও এক শিল্প? ইস্পাত কারখানার প্ল্যানিং থেকে সরে এলেন সৌরভ গাঙ্গুলি!

Published : Jun 03, 2024, 08:45 AM IST
Sourav Ganguly-Mamata Banerjee

সংক্ষিপ্ত

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে সৌরভ জানিয়েছিলেন, তিনি বাংলার শিল্প ক্ষেত্রে বিনিয়োগ করবেন। ইস্পাত কারখানা তৈরীর কথা জানিয়েছিলেন তিনি। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সেই স্টিল প্লান্ট তৈরির কথা ছিল। জানা গেল শালবনীতে সৌরভের স্টিল প্লান্ট তৈরি হবে না।

বড় খবর রাজ্যের জন্য। রাজ্যে ইস্পাত কারখানা গড়ার জন্য যে প্ল্যানিং করেছিলেন, তা থেকে কিছুটা সরে আসছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভা গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আপাতত তা বাস্তবায়িত হচ্ছে না। তাহলে কি টাটার পর রাজ্য থেকে চলে গেলে আরেক কারখানার স্বপ্ন!

অনেকেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরের সঙ্গী হয়েছিলেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল, বাংলায় বিনিয়োগ বৃদ্ধি। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে সৌরভ জানিয়েছিলেন, তিনি বাংলার শিল্প ক্ষেত্রে বিনিয়োগ করবেন। ইস্পাত কারখানা তৈরীর কথা জানিয়েছিলেন তিনি। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সেই স্টিল প্লান্ট তৈরির কথা ছিল। কিন্তু সেই কাজ বেশি দূর এগোয়নি। এবার জানা গেল শালবনীতে সৌরভের স্টিল প্লান্ট তৈরি হবে না।

কেন নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন সৌরভ? তাহলে ফের কি আরও একবার বাংলা নতুন শিল্পের স্বপ্ন দেখা হারিয়ে ফেলল! রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি জানালেন আসল কথা।

অনুষ্ঠানের সঞ্চালক সৌরভকে শালবনীর স্টিল প্লান্ট প্রসঙ্গে প্রশ্ন করেন। সেখানে সৌরভ জানান শালবনীতে হচ্ছে না কোনও ইস্পাত কারখানা। সৌরভের নতুন ইস্পাত কারখানা তৈরি হবে গড়বেতায়। সৌরভ এদিন জানান, মমতার কাছে স্টিল প্লান্ট তৈরির প্রস্তাব দেওয়ার সময় বেশ অবাক হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সৌরভ জানিয়েছেন, 'স্টিল প্ল্যান্ট দিয়ে তুমি কী করবে!' তখন সৌরভ আরও দুটি স্টিল প্লান্ট তৈরির কথা জানান মমতাকে। তার মধ্যে একটি পাটনায় এবং অপরটি আসানসোলে। এর পরেই সৌরভ জানান, তাঁদের নতুন স্টিল প্ল্যান্ট তৈরি হবে পশ্চিমবঙ্গের গড়বেতায়। আগামী তিন থেকে চার মাসের মধ্যেই ইস্পাত কারখানা তৈরীর কাজ অনেকটাই হয়ে যাবে বলে জানিয়েছেন সৌরভ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর