এবার ফিরহাদ নয়, কলকাতার মেয়র হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়! তবে কি ২১শে জুলাই ফের দলে যোগ দেবেন দিদির কানন?

Published : Jul 07, 2024, 10:06 PM ISTUpdated : Jul 07, 2024, 10:47 PM IST
Converstation between Mamata Banerjee and Sovan Chatterjee

সংক্ষিপ্ত

আর ফিরহাদ নয়, কলকাতার মেয়র হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়! তবে কি ২১শে জুলাই ফের দলে যোগ দেবেন দিদির কানন?

ফের কলকাতার মেয়র হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। ফিরহাদকে সরিয়ে ফের শোভনকেই নাকি মেয়র করতে চাইছেন মুখ্যমন্ত্রী। এমনই দাবি করেছেন বিরোধী দবনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু জানিয়েছেন, " ববি হাকিমকে মেয়র পদ ছাড়তে বলে দেওয়া হয়েছে। আমার কাছ থেকে শুনে নিন।"

শুভেন্দুর এই দাবি নিয়ে মুখ খুলেছেন ফিরহাদও। তিনি জানিয়েছেন "আমার কাছে কোনও তথ্য নেই, কোনও উৎসাহও নেই"

এই দাবি নিয়ে মুখ খুলেছেন শোভনের স্ত্রী তথা বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, "তৃণমূল এবং আমি পরস্পরের পরিপূরক। ফিরহাদের প্রশংসাও শোনা যায় রত্নার মুখে। তিনি বলেন, উনি (শোভন) আসতে চাইলে আসতে পারেন। কেউ যেতে বলেছি, উনি যদি আসেন আসবেন। উনি এসে বিরক্ত করলে হবে না। ববিদা ভালো মেয়র। আমি কীভাবে অপমানিত হয়েছি উনি দেখেছেন"

খুব তাড়াতাড়ি তৃণমূলে কামব্যাক করতে পারেন শোভন চট্টোপাধ্যায়। কয়েকদিন আগেই মেয়রের বাড়িতে গিয়েছিলেন কুণাল ঘোষ। এরপর শোভন নিজেও একুশে জুলাইয়ে যাওয়ার ইচ্ছে দেখেন। সব মিলিয়ে ২১ জুলাইয়ের মঞ্চে ফের তৃণমূলে যোগ দিতে পারেন শোভন চট্টোপাধ্যায়।

PREV
click me!

Recommended Stories

নতুন বছরে দারুণ খবর, বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, মিলবে কত করে? ইঙ্গিত সরকার পক্ষের
ডিসেম্বরের মাঝামাঝি-তেও চলছে শীতের লুকোচুরি খেলা, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া?