SSC Case: পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, ভিডিও শেয়ার করে কী বললেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস?

Published : Sep 02, 2025, 08:23 AM IST
SSC

সংক্ষিপ্ত

চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেন, পুলিশ তাঁর কলার ধরে টেনেছে, মোবাইল ভেঙে দিয়েছে, মেট্রোতে উঠতে দেয়নি এবং বুকে ঘুসি মেরেছে। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল চাকরিহারাদের ভিডিও। চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযানের ঘোষণা হতেই সোমবার সকাল থেকে অতি তৎপর হয় পুলিশ। করুণাময়ী মেট্রো স্টেশনে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে আটক করে পুলিশ। সেই মুহূর্তের ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন সুমন। সঙ্গে পুলিশের বিরুদ্ধে গুরুতর এবং বিস্ফোরক অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, পুলিশ তাঁর কলার ধরে টেনেছে। মোবাইল ভেঙে দিয়েছে। মেট্রোতে উঠতে দেয়নি। বুকে ঘুসি মেরেছে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে। আমার কলার ধরেছে। আমার বুকে ঘুসি মেরেছে। আমার মোবাইলটা ভেঙে দিয়েছে। আমার নামে কোনও মামলা নেই। আমি কোনও খারাপ কাজের সঙ্গে যুক্ত নই। টিকিট কেটে যাচ্ছিলাম। মেট্রো স্টেশনের ভিতর এরকম করেছে পুলিশ। ভয়াবহ পরিস্থিতি। আমি যে কোনও সময় মরে যেতে পারি। এফআইআর ছাড়া পারে না।… এসিপি বিধাননগর আমায় ফোন করেছেন, ডেকেছেন। বিধানগরের পুলিশ আমায় গ্রেফতার করতে পারবে না। আমি গতকাল ভর দুপুরে পালিয়ে এসেছি একটা ধুতি পরে। ১০ কিমি হেঁটে এসেছি। তারপর সাইকেল চালিয়ে এভাবে পালিয়ে এসেছি। এভাবে বাড়ি ছেড়েছি, কারণ জানি গত ১৮ অগাস্ট পুলিশ আমার সঙ্গে যা ব্যবহার করেছিল, আমা তা করবে। গতকাল থেকে ঘুরে বেড়াচ্ছি অলিগলিতে। সারারাত জল ছাড়া কিচ্ছু খাইনি। কারণ বাইরে বেরোলেই পুলিশ ধরবে। হন্যে হয়ে কলকাতায় ঘুরছি। আমার অনেক কষ্টে পাওয়া যোগ্য চাকরি গিয়েছে।’

এরই সঙ্গে তিনি জানান, ১০০ বারের ওপর চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে। আমায় বাঁচান। আমার মা অসুস্থ। তাঁর দাবি তিনি নির্দোষ এবং টিকিট কেটে মেট্রোতে উঠলেও পুলিশি হেনস্থার শিকার হতে হয় তাঁকে। তাঁর কলার ধরে টানা, বুকে ঘুষি মারে পুলিশ। তিনি বারে বারে সত্য বললেও তাঁর কথা উপেক্ষা করা হয়। তাঁর সঙ্গে যাওয়া এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুমন। যা মুহূর্তে হল ভাইরাল।   

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রার?