সোমবারই চাকরিহারাদের 'সমস্যা সমাধান'! SSC প্রকাশ করতে পারে ২২ লক্ষ যোগ্য-অযোগ্যদের তালিকা

Published : Apr 20, 2025, 04:10 PM IST
Teachers Protest Against Mamata Banerjee Govt Outside SSC Office Kolkata bsm

সংক্ষিপ্ত

SSC Scam: সোমবারই যোগ্য আর আযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসসসি। সূত্রের খবর পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় ২২ লক্ষ। 

সোমবারই যোগ্য আর আযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসসসি। সূত্রের খবর পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় ২২ লক্ষ। আর সেই কারণেই দুইদফায় তালিকা প্রকাশ করতে পারে। শুধু তালিকা নয়, এসএসসি ওএমআর শিটও দেখাবে এসএসসি।

চাকরি বাতিল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তাল রাজ্য। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গেছে ২০১৬ সালে এসএসসির পুরো প্যানেল। চাকরি হারিয়েছেন ২৬ হাজার। যার কারণে শিক্ষাব্যবস্থায় তৈরি হয়েছে জটিলতা। সুপ্রিম কোর্টের নির্দেশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য নয় চিহ্নিত এমন শিক্ষক-শিক্ষিকারা স্কুলে যেতে পারবেন। তারা বেতনও পবেন। যারা অযোগ্য তাদের বেতন বন্ধ। ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পরে চাকরিহারা শিক্ষকদের বেতন নিয়ে যেমন তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাশাপাশি অনেকেই আর স্কুলে যেতে চাইছেন না। তবে চাকরিহারা শিক্ষকরা চাইছেন মধ্যশিক্ষা পর্ষদ দ্রুত যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশ করুক। তালিকা প্রকাশের দাবিতে ২১ এপ্রিল চকরিহারাদের একাংশ নবান্ন অভিযানের ডাকও দিয়েছে।

এই পরিস্থিতিতেই এসএসসি সূত্রের খবর, ২১ এপ্রিল এসএসসি যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশ করার প্রক্রিয়া শুরু করেছে। এই পরিস্থিতিতে চাকরিহরা শিক্ষকদের একাংশের মতে তারা আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখতে পারেন। যদিও আগেই ব্রাত্য বসু জানিয়েছিলেন এসএসসি ২১ তারিখের মধ্যেই যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে। এই যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি চকরিহারাদের দীর্ঘদিনের। যোগ্য আর আযোগ্যদের তালিকা প্রকাশ না করায় বেতন প্রক্রিয়াও আটকে রয়েছে। ২৬ হাজার চাকরিহারাদের জন্য প্রায় ২ লক্ষ শিক্ষক শিক্ষকের বেতন আটকে যেতে পারেন। অন্যদিকে চাকরিপ্রর্থীদের যোগ্য আর অযোগ্য তালিকা প্রকাশ না করায় স্কুলেও কাজে যোগ দিতে চাইছেন না। সবমিলিয়ে তৈরি হয়েছে অচলাবস্থা। তবে এসএসসি যদি তালিকা প্রকাশ করে তাহলে জট অনেকটাই কাটবে বলেও  মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?