ব্রিগেডের দিনে নোটিশ দিয়ে বন্ধ হাওড়ার ফেরি সার্ভিস, কী করলেন বাম কর্মী সমর্থকরা

Published : Apr 20, 2025, 12:29 PM ISTUpdated : Apr 20, 2025, 12:49 PM IST
CPIM Brigade Left activists and supporters angry over sudden suspension of ferry services bsm

সংক্ষিপ্ত

CPIM Brigade: ফেরি সার্ভিস বন্ধ রয়েছে তা নিয়ে কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। যদিও হুগলি নদী জলপথ পরিভ্রমণ সমবায় সমিতি -র তরফ থেকে একটি নোটিশ গেটে সাঁটা হয়েছে। 

CPIM Brigade: আজ চারটি বাম সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ সমাবেশ। সকাল থেকেই কলকাতামুখী সিপিআই(এম)-সহ বামফ্রন্টের কর্মী সমর্থকরা। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। এই অবস্থায় এদিন সকাল থেকেই আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি সার্ভিক। যার কারণে ব্রিগেডে যেতে বাধা পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বাম কর্মী সমর্থকর।

কী কারণে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে তা নিয়ে কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। যদিও হুগলি নদী জলপথ পরিভ্রমণ সমবায় সমিতি -র তরফ থেকে একটি নোটিশ গেটে সাঁটা হয়েছে। সেখানে বলাহয়েছে আজ অর্থাৎ ২০ এপ্রিলভেসেল রিপেয়ারিং -এর কারণে আর পর্যাপ্ত ভেসেল না থাকার কারণে ভেসেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি যাত্রীদের পক্ষ থেকে সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।

এই ঘটনায় ক্ষুদ্ধ বাম কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ ব্রিগেডে জনসমাগম আটকাতেই পরিকল্পনা করেই বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি সার্ভিস। প্রশাসনের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা। ক্ষুব্ধ বাম কর্মী সমর্থকরা দফায় দফায় অবরোধ আর বিক্ষোভ দেখায়। ফেরি সার্ভিস বন্ধ থাকার কারণে বাম কর্মীরা একাধিকবার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে।

রবিবারের ব্রিগেডে বামেদের বক্তার তালিকায় রয়েছেন মহম্মদ সেলিম, অমল হালদার, নিরাপদ সর্দার, অনাদি সাহু, শুখরঞ্জন দে আর বন্যা টুডু। হাওড়া, হুগলি ছাড়াও দুই ২৪ পরগনা,দুই বর্ধমান সহ রাজ্যের একাধিক জেলা থেকে আসছে বামফ্রেন্টের কর্মী সমর্থকরা। যার অধিকাংশই সিপিআই আর সিপিআই(এম)। বামেদের বাকি দলগুলির অবস্থা রীতিমত শোচনীয়। বিধানসভা আর লোকসভায় এই রাজ্য থেকে শূন্য বামফ্রন্ট।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রার?