SSC verdict: হাইকোর্টের নির্দেশে ২৬ হাজারের চাকরি গেলেও রইল সোমার চাকরি, এখানে জড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম

সোমা দাস- ক্যান্সার আক্রান্ত মহিলা। ন্যায্য চাকরির দাবিতে তিনিও সামিল হয়েছিল নিয়োগ দুর্নীতি বিরোধী আন্দোলন মঞ্চে।

 

এসএসসি মামলা কলকাতা হাইকোর্ট এদিন গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এক ঝটকায় বাতিল হয়ে গিয়েছে প্রায় ২৬ হাজার জনের চাকরি। কিন্তু হাইকোর্টের নির্দেশে থেকে গেল মাত্র একজনের চাকরি। সেই চাকরিজীবি হলেন সোমা দাস। কলতাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল হয়ে গেছে। নতুন প্যানেল তৈরি করে নিয়োগ করার কথা বলা হয়েছে। কিন্তু তারই মধ্যে স্বস্তি পেয়েছেন সোমা দাস।

সোমা দাস- ক্যান্সার আক্রান্ত মহিলা। ন্যায্য চাকরির দাবিতে তিনিও সামিল হয়েছিল নিয়োগ দুর্নীতি বিরোধী আন্দোলন মঞ্চে। একটা সময় এমন ছিল যখন ক্যান্সারের মত দূরারোগ্যব্যাধির চিকিৎসার টাকাও জোগাড় করতে পারছিলেন না। সেই সময়ই তাঁর বিষয়টি নজরে আসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তেনি উদ্যোগ নিয়ে সোমার চাকরির ব্যবস্থা করে দেন।

Latest Videos

সোমা ২০২২ সালের জুন পাসে হাইকোর্টের নির্দেশে নিয়োগপত্র হাতে পান। যোগদেন নলহাটির মধুরা হাইস্কুলে যোগ দেন। তিনি বাংলা বিভাগের শিক্ষিকা হিসেবে কাজ করছেন। স্কুল শিক্ষিকার চাকরি পেলেও আন্দোলনকারীদের পাশে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদে সমর্থন জানিয়ে এসেছেন। সোমবার কলকাতা হাইকোর্টের রায়দানের পরেও আন্দোলনকারীদের পাশে থাকা আর্জি জানিয়েছেন।

Mamata Banerjee: 'এটা তার অর্ডার ছিল', SSC-র রায় নিয়ে বিজেপিকে তুলোধনা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের

তবে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে ২০১৬ সালের প্যানেল বাতিল করলেও মানবিকতার কারণে সোমা দাসকে চাকরিতে বহাল রেখেছেন।

Amit Shah: মঙ্গলবার উত্তরবঙ্গে জোড়া সভা অমিত শাহের, রইল বিস্তারিত সফরসূচি

সোমা জানিয়েছেন, তিনি আদালতে গিয়েছেন ক্যান্সার আক্রান্তের পরিচয় আদালতে যাননি। যোগ্য চাকরিপ্রার্থী হিসেবেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। পরিস্থিতি দেখে আদালত তাঁকে চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। তবে আদালতের রায়কে তিনি স্বাগত জানিয়েছেন। বলেছেন, ন্যায্য প্রার্থীরা যখন চাকরি পাবেন তখন তিনি খুশি হবেন।

'মমতা পালটিকুমারী', বহরমপুর জয় নিয়ে তৃণমূল নেত্রীকে বড় চ্যালেঞ্জ ছুঁড়লেন অধীর চৌধুরী

 

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন