সংক্ষিপ্ত

মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের জনসভা থেকে সরাসরি এসএসসি-র রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সেখানেই তিনি বলেন, আগেই বলেছিল বোমা ফাটাবে।

নিয়োগ দুর্নীতি নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার চাকরি। ভোটের মধ্যেই এসএসসি-র রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। যা অস্বস্তি বাড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দলের। সোমবার কলকাতা হাইকোর্টের রায়ের পরই রায়গঞ্জের জনসভা থেকে রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের জনসভা থেকে সরাসরি এসএসসি-র রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সেখানেই তিনি বলেন, 'আগেই বলেছিল বোমা ফাটাবে। কী বোমা?বোমাটা হল ২৬ হাজার চাকরি বাতিল। যাদের চাকরি বাতিল হল তাদের হয়ে লড়াই করে যাবে। কেউ জীবনের ঝুঁকি নেবেন না।' রায়গঞ্জের জনসভা থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন মমতা। তিনি বলেন, 'একজনকে দেখেলনা! এটা তার অর্ডার ছিল। সুপ্রিম কোর্ট নতুন ডিভিশন বেঞ্চে আলোচনা করার কথা বলেছিল। কিন্তু কাকে বিচারক করবেন! ' মমতা আরও বলেন, তিনি বিচারক নিয়ে কথা বলেছেন না। রায় নিয়ে কথা বলেছেন, রায় নিয়ে কথা বলার অধিকার তাঁর রয়েছে বলেও জানিয়ে দেন মমতা। তিনি বলেন, 'সম্পূর্ণ রায়টাকে চ্যালেঞ্জ করেছি। ২৬ হাজার শিক্ষকদের চাকরি বাতিল মানে দেড় থেকে দুই লক্ষ পরিবার বিপন্ন হয়ে যাবে। ' হাইকোর্টের রায়ে আট বছরের চাকরির বেতন সুদে আসলে মাত্র চার সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে। তাই নিয়ে মমতা বলেন, এটা কোনওভাবেই সম্ভব নয়। মমতা আরও বলেন এই অর্ডারটা বেআইনি অর্ডার, তিনি জাজকে কিছু বলছেন না বলেও জানিয়েছে। মমতা উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন। তিনি বিচারকদেরও নিশানা করেন। তিনি বলেন সরকারি চাকরি তারাও করেন। তারাই সরকারি গাড়ি চড়েন। সরকারি নিরাপত্তা রক্ষী ব্যবহার করেন। তিনি বলেন, 'আপনারা যারা রায় দিচ্ছেন তারা কি এটা করতে পারবেন।' তিনি আরও বলেন, আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আইনি খোঁচায় চাকরি বাতিল করছেন।

মমতা আরও বলেন, 'এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদার, না গির্জা। একটা বিজেপির বিচারালয়- বিজেপি যেখানে বসে বিচার করে!রাজনৈতিক বিচার। সেখানে বসে বসে অন্যকেউ ডিল করলে বেল অন্যকেউ ডিল করলে জেল। কেন্দ্র সরকারের দোষ। ' মমতা আরও বলেন, বিজেপির পার্টি অফিস থেকে যা বলে দেয় যা ড্রাফ্ট করে দেয় তাই করে বিচারকরা। মমতা আরও বলেন, 'যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি।'