SSC Verdict: চাকরিহারাদের কপাল আরও পুড়ল, চেয়ারম্যান জানালেন তিন মাসের মধ্যে সম্ভব নয়

Published : Apr 04, 2025, 03:57 PM IST
SSC recruitment corruption

সংক্ষিপ্ত

SSC chairman: শুক্রবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, এত কম সময়ের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। কেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না তাও জানিয়ে দিয়েছেন তিনি। 

SSC chairman: নিয়োগ দুর্নীতি (Job Scam) মামলায় আরও বাড়ল হচ্ছে চাকরিহারাদের (Jobless) সমস্যা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট (Supreme Court) ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। কিন্তু রাজ্য সরকারকে নতুন করে নিয়োগের জন্য তিন মাস সময় দিয়েছিল। এই ঘটনার ২৪ ঘণ্টা যেতে না যেতেই এসএসসি-র চেয়ারম্যান জানিয়ে দিয়েছে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।

শুক্রবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, এত কম সময়ের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। কেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না তাও জানিয়ে দিয়েছেন তিনি। এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন, '২২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন আগেরবার। পরীক্ষা নিতে হবে, ফল প্রকাশ করতে হবে। অত ইন্টারভিউ নেওয়া, প্যানেল প্রকাশ করা সম্ভব নয়। প্যানেলের মেয়াদ থাকে এক বছর। ফলে পরবর্তী প্যানেলের জন্য অপেক্ষা করা, পুরো প্রক্রিয়া কখনই তিন মাসের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব নয়।' তিনি আরও জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্যের পক্ষেও দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হচ্ছে। কিন্তু কী করে তা সম্ভব তানিয়ে আলোচনা হচ্ছে বলেও জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে আইনি পরামর্শও নেওয়া হচ্ছে।

২৬ হাজার মানুষের চাকরি যাওয়ার দায় কার? এই প্রশ্ন করা হলে তিনি কার্যত ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, 'আদালত রায় দিয়ে দিয়েছে। একই প্রশ্ন বারবার করে আমার বক্তব্য জানতে চাওয়া ঠিক নয়। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। দায় কার জানতে হলে, সুপ্রিম কোর্টের অর্ডারের ২৩ ও ২৮ নম্বর প্যারাগ্রাফটা পড়ে দেখুন। ওখানেই সব লেখা আছে।' তিনি অন্য চাকরি থেকে আসা চাকরি হারাদের জানিয়েছেন, যারা অন্য চাকরি থেকে এসেছিলেন তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এসএসসির কাছে নাও থাকতে পারে। কিন্তু তাদের কাছে চাকরির যাবতীয় তথ্য থাকবে। তাই তারা চাইলে আবেদন করতেই পারেনয নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। তিনিও সুপারনিউমেরি বা শূন্যপদ তৈরির কথা বলেন।

নতুন নিয়মে কারা কারা আবেদন করতে পারবেন- এই নিয়ে প্রশ্ন করা হলে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন, 'সুপ্রিম কোর্টের রায়ে তা স্পষ্ট উল্লেখ নেই। এ বিষয়ে আমরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছি।' চাকরিহারাদের উদ্দেশ্যে তিনি ধর্য্য ধরে রাখার পরামর্শ দিয়েছেন। নতুন নিয়মে আবেদনকারীদের বয়সের ছাড় দেওয়ার কথাও বলেছেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ