
JOB News: চাকরি বাতিল বিতর্কের মধ্যেই বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। ২০২২ সালে প্রাথমিক শিক্ষক বিয়োগের যারা ডিএলএড পাশ করেননি তারাও এবার চাকরিতে বসার সুযোগ পাবে। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফলে এবার রাজ্যে প্রাথমিক শিক্ষক পদে ২৩০০ জনকে নিয়োগ করা হবে।
২০২২ সালে প্রাথমিকে নিয়োগে প্রক্রিয়ায় অংশগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ২০২০-২২ শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা। সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি মামলায় নির্দেশ দিয়েছিলেন ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন মামলাকারীরা। প্রাথমিক শিক্ষা পর্যদ টেট উত্তীর্ণদের যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। যদিও সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ২০২০ সালের আগের পরীক্ষার্থীরা। নির্ধারিত কোর্স শেষ না হওয়া পর্যন্ত কী করে প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে- তা নিয়ে প্রশ্ন করেন তাঁরা। তারাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
সেই মামালাতেই এবার সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিমহার বেঞ্চ জানিয়েছে ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যারা ডিএলএড পাশ করেননি তারাও চাকরিতে বসার সুযোগ পাবেন।
নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের এই ঘোষণার পরই রাজ্যের চাকরিহারা ও তাদের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এবার ২৩০০ নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশেই প্রচুর মানুষের চাকরি পাওয়ার আশা দেখা দিয়েছে। আরও একটি মামলায় জট কাটছে বলে আশা করছে ওয়াকিবহাল মহল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।