রাজ্য সরকারি কর্মীদের সোনায় সোহাগা, জানুন বেতন বাড়লে কেমন হবে পুরো কাঠামো

Published : Feb 09, 2025, 06:20 PM IST

এপ্রিল থেকে বড় পরিবর্তন আসতে রাজ্যের সরকারি কর্মীদের বেতন কাঠামোতে।

PREV
110
এপ্রিল থেকেই পরিবর্তন

এপ্রিল থেকে বড় পরিবর্তন আসতে রাজ্যের সরকারি কর্মীদের বেতন কাঠামোতে।

210
পরিবর্তনের কারণ

১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং সুযোগ-সুবিধার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার ফলে এই পরিবর্তন আনা হচ্ছে।

310
সুপ্রিম কোর্টে আইনি লড়াই

রাজ্য সরকারি কর্মীদের বেতন ও ডিএ সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে। শুনানি আগামী মার্চ মাসে। রাজ্য সরকারি কর্মীদের আশা তার আগেই বাড়তে পারে বেতন ও ডিএ।

410
বেতন বাড়লে...

রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়লে বদল হবে পরিকাঠামো। বেতনের সঙ্গে বাড়তে পারে ডিএ।

510
রাজ্য সরকারি কর্মীদের মতে

রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যদি কোনও সরকারি কর্মচারির মূল বেতন ৬০ হাজার টাকা হল তাহলে বেতন কেমন হতে পারে।

610
বেতন কাঠামো

মূল বেতন যদি ৬০০০০ টাকা হয় তাহলে সংশ্লিষ্ট কর্মী পাবেন-

ডিএ (মহার্ঘ্য ভাতা): মূল বেতনের ১০%, যা ৬,০০০ টাকা।

বাড়ি ভাড়া ভাতা (এইচআরএ): মূল বেতনের ১২%, যা ৭,২০০ টাকা।

মোট মাসিক বেতন: এটি প্রতি মাসে মোট ৭৩,২০০ টাকা দেয়, যা প্রতি বছর ৮,৭৮,৪০০ টাকার সমান।

710
কেন্দ্রের কর্মীদের বেতন

DA: তাঁদের মূল বেতনের ৩০%, যা ৩০,০০০ টাকা।

বাড়ি ভাড়া ভাতা (HRA): তাঁদের বেতনের ২৭%, যা ১৬,২০০ টাকা।

যাতায়াত/পরিবহন ভাতা: ৪,৮০০ টাকা।

মোট বেতন: এর ফলে তাঁদের মোট মাসিক বেতন ১,১১,০০০ টাকায় পৌঁছে যায়।

810
আয়কর কাঠামো

কেন্দ্রীয় বাজেটে ঘোষিত নতুন আয়কর কাঠামোর অধীনে, ৬০,০০০ টাকা মূল বেতনের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন ১২ লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ের উপর কর দিচ্ছেন। তবে, রাজ্য সরকারি কর্মচারীরা সেই পরিমাণের কাছাকাছি পৌঁছাতে পারেননি।

910
দিতে হবে না আয়কর

রাজ্যের সরকারি কর্মীদের বার্ষিক আয় প্রায় ৮,৭৮,৪০০ টাকা। তাই তাদের কোনও আয়কর দিতে হবে না।

1010
কাল থেকে বাজেট অধিবেশন

কাল থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। বাজেটে ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পরে। কিন্তু নবান্ন এখনও কিছুই বলেনি। 

click me!

Recommended Stories