রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, বিশেষ ঘোষণা সপ্তম পে কমিশন গঠন নিয়ে

Published : Mar 04, 2025, 08:20 PM IST

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের পর এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের খবর সামনে এসেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে সম্ভাব্য ঘোষণা এবং ২০২৭-২৮ সালের মধ্যে কার্যকর হতে পারে এই কমিশনের সুপারিশ।

PREV
110

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য গঠিত হচ্ছে অষ্টম পে কমিশন। যার ঘোষণা আগেই হয়েছে।

210

ইতিমধ্যে নানান প্রস্তাব সামনে এসেছে অষ্টম পে কমিশন নিয়ে। অষ্টম পে কমিশন গঠিত হলে কর্মীদের বেতন কত বৃদ্ধি পাবে তা নিয়েও নানান তথ্য সামনে এসেছে।

410

গঠিত হবে সপ্তম পে কমিশন। কবে এই পে কমিশন গঠিত হবে তা নিয়ে সামনে এল নিশ্চিত খবর।

510

জানা গিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সম্ভাব্য ঘোষণা হতে পারে সপ্তম পে কমিশনের।

610

২০২৬ সালের মধ্যেই রিপোর্ট জমা দেবে এই কমিশন।

আর ২০২৭-২৮ সালের মধ্যে কার্যকর হতে পারে। সদ্য প্রকাশ্যে এল এমনই খবর।

710

আর ২০২৭-২৮ সালের মধ্যে কার্যকর হতে পারে। সদ্য প্রকাশ্যে এল এমনই খবর।

810

অর্থাৎ শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা নয়, শীঘ্রই বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদেরও।

910

এদিকে বর্তমানে কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ফারাক আছে ৩৯ শতাংশ। এপ্রিল থেকে তা কমে দাঁড়াবে ৩৫ শতাংশ।

1010

এরই মাঝে খবরে এল আরও এক তথ্য। এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশাল খবর দিল মমতা সরকার। শোনা যাচ্ছে, শীঘ্রই গঠিত হবে সপ্তম পে কমিশন।

click me!

Recommended Stories