বিজেপির রাজ্যসভাপতি নির্বাচনে শুভেন্দু আর সুকান্ত থেকে এগিয়ে দিলীপ ঘোষ, তবে বাধা একটাই

Published : Mar 04, 2025, 04:20 PM IST

বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে জোর জল্পনা চলছে। কে হবেন বিজেপির রাজ্য সভাপতি? দিল্লি এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে। কিন্তু রাজ্যে চলছে জল্পনা। 

PREV
110
বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন

বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে জোর জল্পনা চলছে। কে হবেন বিজেপির রাজ্য সভাপতি? দিল্লি এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে। কিন্তু রাজ্যে চলছে জল্পনা।

210
নাম নিয়ে জল্পনা

বিজেপি রাজ্য সভাপতি হিসেবে জল্পনায় রয়েছে দিলীপ ঘোষের নাম। এছড়াও রয়েছে শুভেন্দু অধিকারী র সুকান্ত মজুমদারের নাম। কিন্তু শেষ দুই জনের ক্ষেত্রে বাদ সাধছে বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি। তাই দিলীপ এগিয়ে বলেও মনে করেছেন ঘনিষ্টরা।

310
দিলীপ ঘোষ

রাজ্য বিজেপির সবথেকে সফল সভাপতি হলেন দিলীপ ঘোষ। তাঁর আমলেই এই রাজ্য থেকে লোকসভায় সবথেকে বেশি আসন পেয়েছিল বিজেপি। বিধানসভাতেও ছিল যথেষ্ট সফল।

410
লোকসভা নির্বাচনে কোনঠাসা দিলীপ

গত লোকসভা নির্বাচনে কিছুটা হলেও কোনঠাসা ছিলেন দিলীপ ঘোষ। ভূমিপুত্র দিলীপকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পাঠান হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি।

510
তারপরই নিষ্ক্রীয় দিলীপ

লোকসভা নির্বাচনে হারের পর থেকেই কিছুটা হলেও নীরব দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের সামনেও খুব একটা মুখ খোলেন না। কিছুটা হলেও চুপচাপ নীরব দিলীপ ঘোষ।

610
দলের নির্দেশে সক্রিয়

তবে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে কেন্দ্রীয় নেতৃত্ব আর আরএসএস-এর নির্দেশে কিছুটা সক্রিয় হয়েছিলেন। তাতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান গতি পেয়েছে বলেও বিজেপির অন্দরে গুঞ্জন।

710
আরএসএস-এর সভায় বিজেপি

সম্প্রতি আরএসএস-এর একটি প্রশিক্ষণ শিবিরেও হাজির ছিলেন দিলীপ ঘোষ। সেই শিবিরে উপস্থিত ছিলেন শুভেন্দু সুকান্তরাও। কিন্তু দিলীপের উপস্থিতিত যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

810
তাই দিলীপকে নিয়ে জল্পনা

তাই এবার আবারও বিজেপি রাজ্যসভাপতি হিসেবে আবারও দিলীপ ঘোষকে নিযুক্ত করতে পারে, এমনই জল্পনা দলের অন্দরে। যদিও বাধা হিসেবে রয়েছেন শুভেন্দু। দলের অন্দরে গুঞ্জন শুভেন্দু দিলীপের দূরত্ব এখনও মেটেনি।

910
২০২৬-এক নির্বাচ টর্গেট

বিজেপির বর্তমান লক্ষ্য হল ২০২৬ সালের নির্বাচন। তৃণমূলকে হারানো বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। আর সেই কারণে সভাপতি নির্বাচনের মধ্যে দিয়ে ভিত শক্ত করতে মরিয়া কেন্দ্র বিজেপি।

1010
বিজেপির এজেন্সি

সূত্রের খবর সভাপতি নির্বাচনে বিজেপি এজেন্সির রিপোর্টের ওপরই আস্থা রাখতে। রাজ্যের বিজেপি পর্যবেক্ষকরাও রিপোর্ট দিচ্ছেন। অমিত শাহ আর নরেন্দ্র মোদীর কাছে পৌঁছানো রিপোর্ট কী রয়েছে তাই নিয়ে চর্চা শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে।

Read more Photos on
click me!

Recommended Stories