DA-এর জটের মধ্যেই সরকারি কর্মীদের বেড়াতে যাওয়ার দারুণ সুযোগ! এবার ট্রেনের ভাড়া ফ্রি করে দিল রাজ্য সরকার?

Published : Dec 15, 2024, 10:35 AM IST

DA-এর জটের মধ্যেই সরকারি কর্মীদের বেড়াতে যাওয়ার দারুণ সুযোগ! এবার ট্রেনের ভাড়া ফ্রি করে দিল রাজ্য সরকার?

PREV
18

এবার সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ খুশির খবর দিল মমতা সরকার। ডিএ ছাড়াও এবার মিলবে অসাধারণ কিছু সুবিধা। অর্ধেক টাকায় এবার বেড়াতে যেতে পারবেন সরকারি কর্মীরা!

28

বেড়াতে যাওয়ার জন্য সরকারি কর্মীদের এবার দারুণ উপহার দিল নবান্ন। প্রতিবছর পরিবার নিয়ে বেড়াতে যেতে পারবেন সরকারি কর্মীরা।

38

ডিএ জলের মধ্যেই সরকারি কর্মীদের খুশি করার জন্য নতুন নির্দেশিকা জারি করল নবান্ন। তাতেই খুশির হাওয়া সরকারি কর্মীদের মনে।

48

এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে এবার এসি ট্রেনে ভ্রমণ করার ভাড়া পাবেন সরকারি কর্মীরা। এসি ট্রেনে ভ্রমণের ভাড়া পাবেন সরকারি কর্মীর পরিবারের সদস্যরাও।

58

এ ছাড়াও আন্দামান যাওয়ার জন্যেও জাহাজের ভাড়া পাবেন সরকারি কর্মী ও তাঁর পরিবারের সদস্যরা। যাদের মূল বেতন ৪০ হাজার টাকা তারা প্রথম শ্রেণির কেবিনের ভাড়া পাবেন। কম বেতন যাদের তারা দ্বিতীয় শ্রেণীর ভাড়া পাবেন।

68

এ ছাড়াও রাজ্য সরকারের সমস্ত শ্রেণির কর্মীরা সরকারি কর্মীরা বন্দে ভারত ও রাজধানী এক্সপ্রেসের মতো সুপারফাস্ট ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

78

জানা গিয়েছে যে সমস্ত ক্রমীদের মূল বেতন ৫০ হাজার টাকা থেকে কম তাঁরা এসি থ্রি টিয়ারের ভাড়া পাবেন। ৫০ হাজার বা তার বেশি টাকা যাদের মূল বেতন তাঁরা এসি টু টিয়ারের ভাড়া পাবেন।

88

এবার পাঁচ বছর অন্তর সপরিবারে এসি ট্রেনে বা জাহাজে করে বেড়াতে যেতে পারবেন সরকারি কর্মীরা। দারুণ সুখবর দিল নবান্ন।

click me!

Recommended Stories