দক্ষিণ দিনাজপুরের রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা, গাজল-ইটাহার রুটে রেল প্রকল্পের অনুমোদন কেন্দ্রের

Published : Jan 28, 2026, 09:57 AM IST
train time table changed

সংক্ষিপ্ত

Balurghat Train Update News: বদলে যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের রেল যোগাযোগ ব্যবস্থার গতি। এবার কেন্দ্রের সিলমোহরে গতি পেতে চলেছে  গাজোল–ইটাহার–বুনিয়াদপুর রেললাইন প্রকল্পের কাজ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Balurghat Train Update News: দক্ষিণ দিনাজপুরের রেল মানচিত্রে নতুন গতি। গাজোল–ইটাহার–বুনিয়াদপুর রেললাইন প্রকল্পে সবুজ সংকেত মিলল অবশেষে। বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ দিনাজপুরের রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। গাজোল–ইটাহার ও ইটাহার–বুনিয়াদপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্পে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় রেলমন্ত্রক।

সূত্রের খবর, মঙ্গলবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের স্বাক্ষরিত অনুমোদনপত্র প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বইছে জেলাজুড়ে। দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতায় আটকে থাকা এই প্রকল্প বাস্তবায়নের দাবিতে একাধিকবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

জানা গিয়েছে, তাঁর প্রচেষ্টাতেই অবশেষে রেলদফতরের অনুমোদন মিলেছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রীকে ভিডিও বার্তায় কৃতজ্ঞতা জানিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘’এই রেললাইন দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাবে। নতুন রেলপথ চালু হলে জেলার প্রত্যন্ত এলাকার মানুষ বৃহত্তর রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবেন।'' পাশাপাশি অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

 

 

দক্ষিণ দিনাজপুর রেল প্রকল্পের প্রধান আপডেট জানুন:- 

নতুন লাইন ও সংযোগ:- বুনিয়াদপুর ও কালিয়াগঞ্জকে নতুন রেলপথের মাধ্যমে সংযুক্ত করা হচ্ছে, যা স্থানীয় মানুষের যাতায়াত সহজ করবে।

শিলিগুড়ি সংযোগ:- নতুন এই রেলপথের মাধ্যমে বালুরঘাট ও আশেপাশের এলাকাগুলি সরাসরি শিলিগুড়ির সাথে যুক্ত হবে।

৬১টি প্রকল্প ও নতুন ট্রেন:- উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল পরিকাঠামো উন্নত করতে ৬১টি প্রকল্পের অধীনে নতুন ট্রেন চালুর দাবি জানানো হয়েছে।

হিলি-বালুরঘাট প্রকল্প: বালুরঘাট-হিলি সংযোগের কাজ চলছে, যা জেলার রেল যোগাযোগ ব্যবস্থায় বড় মাইলফলক তৈরি করবে। সূত্রের খবর, এই উন্নয়নগুলো স্থানীয় অর্থনীতি এবং যাত্রীবাহী যাতায়াত উভয় ক্ষেত্রেই দ্রুত গতির সঞ্চার করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। 

প্রসঙ্গত-দক্ষিণ দিনাজপুরের রেল মানচিত্রে নতুন গতির সঞ্চার হয়েছে বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ নতুন রেলপথ এবং বালুরঘাট-হিলি প্রকল্পের হাত ধরে। এই প্রকল্পগুলো উত্তরবঙ্গের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ সহজ করবে। এবং এই জেলায় ৬১টি রেল প্রকল্পের মাধ্যমে নতুন ট্রেন চালু ও পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today Live News: দক্ষিণ দিনাজপুরের রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা, গাজল-ইটাহার রুটে রেল প্রকল্পের অনুমোদন কেন্দ্রের
ভোটের আগেই সিঙ্গুরের জন্য উন্নয়নের ডালি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ