শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার হিংসাবিধ্বস্ত এলাকা বাসন্তী বিধানসভার ঝড়খালী এলাকার জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার দিন থেকেই হিংসা ছড়িয়েছে বাংলায়। কখনও শিরোনামে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, কখনও মুর্শিদাবাদ, বীরভূম থেকে উত্তর দিনাজপুর। কোথাও বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে, কোথাও আবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভাঙড়ে ইতিমধ্যেই হিংসার ফলে মৃত্যু হয়েছে তিন জনের। উত্তর দিনাজপুরেও দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ।
গোলাগুলি থেকে খুনোখুনি, শাসক বনাম বিরোধী পক্ষের লড়াইয়ে একের পর এক প্রাণহানির খবরে তটস্থ সাধারণ মানুষ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রাজ্য কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেও মৃত্যুর খবর নিয়ে বারংবার শিরোনামে উঠে আসছে পঞ্চায়েত ভোটের কথা। এই পরিস্থিতিতে ১৬ জুন, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার হিংসাবিধ্বস্ত এলাকা বাসন্তী বিধানসভার ঝড়খালী এলাকার জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
এই এলাকার বিজেপি প্রার্থী অপর্ণা হালদারের বাড়ী ঘর শাসক দল তৃণমূল ভাঙচুর করে ও লুটপাট করে বলে অভিযোগ। তাঁদের প্রাণে মেরে দেয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এদিন সুকান্ত মজুমদার অপর্ণা হালদারের বাড়িতে গিয়ে তাকে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন। ওনার পরিবারকে আর্থিক সাহায্য দান করেন। আগামী দিনে এই লড়াইয়ে তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার অঙ্গীকার করেন।
এরই সঙ্গে শুক্রবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র তৈরি হওয়া অশান্তির ঘটনা রুখতে ও রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন সুকান্ত মজুমদার। তিনি বলেন বাংলার পরিস্থিতি স্বাভাবিক করতে যেন অবিলম্বে হস্তক্ষেপ করেন অমিত শাহ।
এদিকে, ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। ফলাফল প্রকাশিত হবে ১১ জুলাই। পঞ্চায়েত ভোট একেবারে শান্তিপূর্ণভাবে করানোর জন্য নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কড়া নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু, মনোনয়ন পর্বের শুরু থেকেই যে হিংসার ছবি বারবার প্রকাশ পাচ্ছে, তাতে নির্বাচনের মাস শুরু হলে পরিস্থিতি কী হবে, তা ভেবে চিন্তিত সকলেই। গত মঙ্গলবার থেকেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বোমাবাজি, গোলাগুলি ও ইট পাটকেল ছোঁড়া অব্যাহত রয়েছে।
এর দুদিন আগে, পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে বাসে করে আনা ওই বিজেপি মনোনীত প্রার্থীদের শাসকদল মনোনয়ন জমা দিতে দিচ্ছে না বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ।