শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী এবার স্কুল খুলবে ২ জুন থেকে। অর্থাৎ জামাই ষষ্ঠীর পের দিনই খুলে যাবে স্কুল।
510
১১ দিন ছুটি থাকে
সাধারণত গরমের ছুটি থাকে ১১ দিন। কিন্তু এবার লম্বা গরমের ছুটি। এবার ছুটি ছিল তার তুলনায় বেশি
610
মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা
সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ একটি নোটিশ জারি করেছে। সেখানেই আগামী ৩১ মে পর্যন্ত ছুটি বাড়ান হয়েছে। ১ জুন রবিবার। তাই স্কুল খুলবে সোমবার। যার অর্থ হাতে আর সময় রয়েছে মাত্র ১০-১২ দিন।
710
বেসরকারি স্কুলের কী অবস্থা
রাজ্যের সরকারি স্কুল আর সরকার পোষিত স্কুলগুলি ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু বেসরকারি স্কুল নিয়ে কোনও নির্দেশ দেয়নি। তবে আবেদন করেছেন।
810
বেসরকারি স্কুলে ছুটি
কোনও কোনও বেসরকারি স্কুল মে মাসের প্রথম সপ্তাহ থেকেই ছুটি ঘোষণা করেছিল। কোনও স্কুল আবার নির্ধারিত সময়ই ছুটি দিয়েছে। তবে বেসরকারি স্কুলগুলিতে প্রচুর হোমটাক্স দেওয়া হয়েছিল।
910
মমতার আবেদন
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্য়ায় আবেদন করেন, রাজ্য় সরকারের ছুটি বাতিল করা হয়েছে। সরকারি স্কুলগুলিতেও গরমের ছুটি শুরু হয়েছে। আমি ইংরেজি মাধ্যম স্কুলগুলিকেও অনুরোধ করব। এই জন্য কোনও লিখিত নির্দেশিকা পাঠাচ্ছি না। এটা আমাদের আবেদন থাকবে। যেহেতু অনেক রাজ্যেই ছুটি দেওয়া হয়েছে। বেসরকারি স্কুল যেগুলি রয়েছে.. কাল বাদে পরশু রবীন্দ্র জয়ন্তী। আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তী থেকে যদি করে দেন ভাল হয়। বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভাল। বাড়িতে থেকে পড়াশোনা করুক।
1010
কয়েক বছরই গরমের ছুটি বাড়ছে
তবে শুধুমাত্র এই বছরই নয়, গত কয়েক বছর ধরেই গরমের ছুটি ক্রমশই লম্বা হচ্ছে। রাজ্যে প্রবল গরম আর তাপপ্রবাহের জন্যই ছুটি বাড়ান হচ্ছে। অনেক স্কুল আবার মর্নিং করা হয়েছে।