রাজ্যের প্রায় সবকটি জেলাতেই বৃষ্টি শুরু হয়েছে। তবে এটাকেই প্রায় বর্ষার বৃষ্টি বলতে নারাজ আবহাওয়াবিদরা।
আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
মৌসম ভবন জানিয়েছে এবার সময়ের আগেই ভারতীয় মূল ভূখণ্ডে বর্ষা ঢুকবে। বঙ্গেও আগাম বর্ষার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা শুরু হয়ে গেছে। তাই মূল ভূখণ্ডে বর্ষা দ্রুত আসবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
দিল্লি থেকে মৌসম ভবন জানিয়েছে, বঙ্গে বর্ষা ঢুকতে পারে জুনের ১ - ২ তারিখের মধ্যে। বৃষ্টি শুরু হবে কলকাতা সহ জেলায়।
মৌসম ভবন জানিয়েছে, ২১ মে পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের ৮ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে মৌসম ভবন।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী এবার ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানে ভারী বৃষ্টি হবে বর্ষার শুরুতে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। দার্জিলিং কালিম্পং-এ ভআরী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু একদমই ছন্দে ভারতীয় মূল ভূখণ্ডের দিতে এগিয়ে আসছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস।
সপ্তাহ জুড়েই গাঙ্গেয় উপত্যকায় জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Saborni Mitra