Summer vacation 2025: গরমের দাপটে এপ্রিল থেকেই গরমের ছুটি? কী বলছে ছুটির তালিকা

Published : Mar 29, 2025, 06:31 PM IST

Summer vacation 2025:  স্কুল ছুটি নিয়ে সামনে আসছে বড় খবর। রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে একটি নির্দেশিকা। 

PREV
110
মার্চেই গরম

মার্চ মাসেই শেষ সপ্তাহে ভয়ঙ্কর গরম পড়ছে। তারই মধ্যেই গরমের ছুটি নিয়ে জল্পনা শুরু হয়েছে।

210
স্কুল ছুটি নিয়ে খবর

স্কুল ছুটি নিয়ে সামনে আসছে বড় খবর। রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে একটি নির্দেশিকা।

310
নির্দেশিকা প্রযোজ্য

নির্দেশিকা শুধুমাত্র সরকারি স্কুলের জন্য নয়, প্রযোজ্য বেসরকারি স্কুলগুলির জন্য।

410
পড়ুয়াদের স্বাস্থ্যের ওপর জোর

পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই নির্দেশিকা জারি করা হয়েছে। গরমে যাতে পড়ুয়াদের সমস্যা না হয় তারজন্যই এই নির্দেশিকা।

510
স্কুল ছুটির তালিকা

স্কুল ছুটির তালিকাতেই থাকে গরমের ছুটির সময়সীমা। তাতে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী।

610
মাধ্যমিক স্তরে

ছুটির তালিকা অনুযায়ী মাধ্যমিক স্তরে সাধারণত ১১ দিন থাকে গরমের ছুটি। কিন্তু গত বছরের তুলনায় মাত্র ১ দিন বাড়ান হয়েছে গরমের ছুটি

710
ছুটি এগিয়ে আসতে পারে

যে হারে গরম পড়ছে তাতে তাতে গরমের ছুটি এগিয়ে আসতে পারে বলেও অনেকে মনে করছেন।

810
এপ্রিলেই ছুটি

যদি তাপপ্রবাহ অব্যাহত থাকে তাহলে এপ্রিলেই ছুটি পড়ে যেতে পারে। অনেক সময় সকালের দিকেই স্কুল করা হয়

910
মাধ্যমিক স্তরে এবার ছুটি

তালিকা অনুযায়ী

মাধ্যমিক স্তরে আগামী ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত ছুটি থাকবে এবং গরমের ওপরে নির্ভর করে আগামী দিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

1010
ছুটি ঘোষণা

গত বেশ কয়েক বছর ধরেই গরমের কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষ দফতর ছুটি বাড়িয়ে দেয়। কখনও আবার সকালে স্কুল করার কথা বলে। তাই গরমের দাপটের ওপরও নির্ভর করছে এই ছুটি।

click me!

Recommended Stories