পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই নির্দেশিকা জারি করা হয়েছে। গরমে যাতে পড়ুয়াদের সমস্যা না হয় তারজন্যই এই নির্দেশিকা।
510
স্কুল ছুটির তালিকা
স্কুল ছুটির তালিকাতেই থাকে গরমের ছুটির সময়সীমা। তাতে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী।
610
মাধ্যমিক স্তরে
ছুটির তালিকা অনুযায়ী মাধ্যমিক স্তরে সাধারণত ১১ দিন থাকে গরমের ছুটি। কিন্তু গত বছরের তুলনায় মাত্র ১ দিন বাড়ান হয়েছে গরমের ছুটি
710
ছুটি এগিয়ে আসতে পারে
যে হারে গরম পড়ছে তাতে তাতে গরমের ছুটি এগিয়ে আসতে পারে বলেও অনেকে মনে করছেন।
810
এপ্রিলেই ছুটি
যদি তাপপ্রবাহ অব্যাহত থাকে তাহলে এপ্রিলেই ছুটি পড়ে যেতে পারে। অনেক সময় সকালের দিকেই স্কুল করা হয়
910
মাধ্যমিক স্তরে এবার ছুটি
তালিকা অনুযায়ী
মাধ্যমিক স্তরে আগামী ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত ছুটি থাকবে এবং গরমের ওপরে নির্ভর করে আগামী দিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
1010
ছুটি ঘোষণা
গত বেশ কয়েক বছর ধরেই গরমের কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষ দফতর ছুটি বাড়িয়ে দেয়। কখনও আবার সকালে স্কুল করার কথা বলে। তাই গরমের দাপটের ওপরও নির্ভর করছে এই ছুটি।