Summer Vacation: রাজ্যের স্কুলগুলোতে বাড়ল গরমের ছুটি? ছুটি নিয়ে বিশেষ ঘোষণা নবান্ন বৈঠকে, কবে খুলবে স্কুল?

Published : May 28, 2025, 11:39 AM IST

Summer Vacation: রাজ্যের স্কুল খোলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান গুজব ছড়িয়েছে। জুন ২ তারিখ থেকে স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর। তবে ছুটি বাড়বে কিনা সে বিষয়ে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি।

PREV
110

রাজ্যের স্কুল খোলা নিয়ে সর্বত্র নানান চর্চা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বহু ভিডিও। যেখানে দাবি করা হচ্ছে বাড়ছে গরমের ছুটি।

210

গরমের কারণে এবছর নির্ধারিত সময়ের আগে শুরু হয়েছিল ছুটি। এবার সেই ছুটি বাড়ানোর কথা ঘোষণা করল সরকার- দাবি করেছেন অনেকে।

310

এই সকল ভিডিও কিংবা পোস্টের কারণে অনেকের মধ্যেই বিভ্রান্তি দেখা গিয়েছে। এবার প্রকাশ্যে এল বিশেষ তথ্য।

410

এপ্রিলের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন বৈঠকে ঘোষণা করেছিলেন যে, ৩০ এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে।

510

গরম বেশি থাকার কারণে সে সময় পড়ুয়া ও শিক্ষকদের কথা ভেবে তড়িঘড়ি গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে তখন জানানো হয়নি কদিন পর্যন্ত স্কুল ছুটি থাকবে।

610

এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষকেরা। তার পরই স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি প্ককাশ করে। সেখানে জানানো হয় ২ জুন থেকে রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলো ক্লাস শুরু হবে।

710

জানা গিয়েছে, ১ জুন রবিবার পর্যন্ত স্কুল ছুটি। ২ জুন সোমবার থেকে খুলবে স্কুল।

810

আগে ১২ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গরমের কারণে তা এগিয়ে ৯ মে করা হয়।

910

গত বছর সরকারি স্কুলে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত ছুটি নির্ধারণ করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে, তা পরে বাড়ানো হয়।

1010

সে কারণে অনেকেই আশা করছেন এবারও বাড়বে ছুটির মেয়াদ। তবে আপাতত ছুটি বৃষ্টি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি।

Read more Photos on
click me!

Recommended Stories