সুপ্রিম কোর্ট শুক্রবার রাজ্য সরকারকে বকেয়া ২৫% ডিএ বা মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে। কিন্তু কত দিনের মধ্যে? তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
212
জটিলতা
সুপ্রিম কোর্টের নির্দেশের পর একটি অংশ মনে করেছিল বকেয় ডিএ মেটাতে রাজ্য সরকারের হাতে রয়েছে চার সপ্তাহ সময়। অন্য পক্ষের মত ছিল ৩ মাস। কারণ পরবর্তী শুননি অগস্ট মাসে।
312
পরবর্তী শুনানি
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার পরবর্তী শুননি আগমী অগস্ট মাসে। তাই অনেকেই মনে করেছিল রাজ্য সরকারের হাতে রয়েছে তিন মাস সময়।
যদিও এই বিষয় সুপ্রিম কোর্ট শনিবার এই বিষয়ে একটি স্পষ্ট নির্দেশিকা দিয়েছে। তাতেই বলা হয়েছে ঠিক কতদিন সময় রয়েছে রাজ্যের হাতে।
512
ডিএ কার্যকর হবে
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ২৫% ডিএ কার্যকর করতে হবে এপ্রিল মাস থেকে।
612
ডিএ মেটাতে হবে
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে বকেয়া ২৫% ডিএ ডিএ মেটাতে হবে মাত্র ৬ সপ্তাহ অর্থাৎ দেড় মাসের মধ্যে।
712
শুনানির আগেই ডিএ!
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অগস্ট মাসে পরবর্তী শুননির আগেই বকেয়া ২৫% ডিএ মিটিয়ে দিতে হবে।
812
মামলার নির্দেশিকা
সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বলা হয়েছে, শুনানির দিন, অর্থাৎ শুক্রবার থেকে পরবর্তী ৬ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এই নির্দেশ পালন করতে হবে।
912
৫০ % ডিএ
যদিও শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ৫০% ডিএ দেওয়ার কথা বলেছিল। কিন্তু রাজ্য সরকার আর্থিক সমস্যার কথা জানিয়েছিল। তারপরই সুপ্রিম কোর্ট ২৫% ডিএ দেওয়ার কথা বলে।
1012
মামলার শুননি
সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়েছিল বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে।
1112
মামলা পিছিয়েছে
সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়েছে প্রায় ১৮ বার। দীর্ঘ দিন ধরেই ডিএ মামলা চলছে।
1212
রাজ্য সরকারি কর্মীদের দাবি
রাজ্য সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের হারে ডিএ। অর্থাৎ ৫৫% ডিএ। কিন্তু রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৮% ডিএ পাচ্ছেন এখন।