বৃহস্পতিবার চাকরি ফিরে পাবে রাজ্যের ২৬ হাজার চাকরিহারা? রাজ্য ও SSC-র আর্জি সুপ্রিম কোর্টে

Published : May 04, 2025, 03:01 PM IST

Bengal job scam: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষক , শিক্ষিকা ও শিক্ষাকর্মী। রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ও এসএসসি। 

PREV
112
নিয়োগ দুর্নীতি মামলা

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষক , শিক্ষিকা ও শিক্ষাকর্মী। রাজ্যে তৈরি হয়েছে অরাজক পরিস্থিতি।

212
আর্জির রাজ্যের

সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

312
স্কুল সার্ভিস কমিশন

একই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। রায়ে অবশ্য এসএসসিকেও নিশানা করেছিল সুপ্রিম কোর্ট।

412
শুনানি হতে পারে

সুপ্রিম কোর্ট সূত্রের খবর আগামী ৮ মে বা বৃহস্পতিবার এই রাজ্য ও এসএসসি-র আর্জি শুনতে পারে সুপ্রিম কোর্ট।

512
শুনানির বেঞ্চ

সুপ্রিম কোর্ট সূত্রের খবর বৃহস্পতিবার মামলাটি উঠতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ।

612
এসএসসির বক্তব্য

রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আবেদন করল এসএসসি। তাদের বক্তব্য, যোগ্য-অযোগ্যদের বাছাই করে আগের রায় পরিবর্তন বা নতুন রায় দিক আদালত।

712
সুপ্রিম কোর্টের রায়

নিয়োগ দুর্নীতি ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়ে গত ৩ এপ্রিল চাকরি গিয়েছিল রাজ্যের ২৫৭৩৫ জনের।

812
সুপ্রিম রায়

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের কথা। পাশাপাশি অযোগ্য চিহ্নিত যারা তাদের বেতনের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল।

912
রায় কার্যকর নয়

যদিও সুপ্রিম কোর্টের রায়ের কোনও অংশই এখনও কার্যকর করেনি রাজ্য সরকার। রাজ্য আগেই জানিয়েছিল রিভিউ পিটিশনের কথা।

1012
এক মাসের মাথায় আর্জি

গত ৩ এপ্রিল এসএসসি মামলার রায় ঘোষণা করেছিল। আর ৩ মে রিভিউ পিটিশন করতে চেয়ে আবেদন করা হয়। রায় ঘোষণার ঠিক এক মাসের মাথায় রায়ে পরিবর্তন চেয়ে মামলা দায়ের করল রাজ্য এবং এসএসসি।

1112
বিচারপতির অবসর

আগামী ১৩ মে দেশের প্রধানবিচারপতির পদ থেকে অবসর নেবেন সঞ্জীব খান্না। তার আগেই এসএসসি মামলার নিষ্পত্তি হবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।

1212
কী কী হতে পারে?

পুনর্বিবেচনার আর্জি খারিজ হতে পারে বলে মনে করছেন মূল মামলাকারীদের আইনজীবীরা। তবে সবকিছুই বলবে সময়।

Read more Photos on
click me!

Recommended Stories