Covid-19: করোনার তথ্য নিয়ে শুভেন্দু বনাম মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বাকযুদ্ধ, জবাব দিলেন চন্দ্রিমা

Published : Jun 08, 2025, 02:13 PM IST
How deadly is JN 1 sub variant of Covid 19  experts explained bsm

সংক্ষিপ্ত

Coronavirus in Bengal: করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে বাংলায় শাসক বিরোধী বাকযুদ্ধ তুঙ্গে। শুভেন্দু বললেন তথ্য গোপন করছে রাজ্য। পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা।

Coronavirus in Bengal: দেশজুড়ে হুহু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। একইভাবে বাংলাতেও বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। বাংলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫৮। বাংলায় সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬২২। যারমধ্যে ১০ মাসের একটি শিশুও রয়েছে। কিন্তু এই পরিস্থিতিতেই রাজ্যের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলে সরব বলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ রাজ্য সরকার তথ্য গোপন করছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার।

শুভেন্দু অধিকারী বলেছেন, ' যেভাবে ডেঙ্গির তথ্য চাপা দেওয়া হচ্ছে,তেমনভাবেই কোভিড পরিস্থিতিও গোপন করা হচ্ছে। এটা শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, সাধারণ মানুষের জীবনের প্রতি অবহেলার প্রতিফলন।' তিনি বলেন, 'আমাদের স্বাস্থ্য দফতর পশ্চিমবঙ্গ সরকারের ওয়েব পোর্টালের লিংক খুলে দেখবেন, নন অপারেটিং নাও । আমাদের কাছে তথ্য আছে ।' তিনি আরও বলেন, জেলার কোভিড আক্রান্তের সংখ্যা তাদের কাছে রয়েছে। তিনি বলেন, মালদা জেলায় ১-টি টেস্ট করা হলে তারমধ্যে ৯টাই পজেডিভ আসছে। তিনি বলেন, 'রাজ্য সরকার কোভিড নিয়ে ডেটা এন্ট্রি বন্ধ করে দিয়েছে । আপনার স্বাস্থ্য অর্থাৎ সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে অবহেলা করছে ।' কিন্তু দেশের বাকি রাজ্যগুলির সঙ্গে বাংলাতেও উদ্বেগজনক হচ্ছে রাজ্যের কোভিড পরিস্থিতি।

শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, , শুভেন্দু অধিকারী যাই বলুন, কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের উদ্যোগের প্রশংসা করেছে। এই অবস্থায় তিনি কী বলছেন তাতে কিছু যায় আসে না। একই সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, স্বাস্থ্য বিষয়টি রাজ্য তালিকাভুক্ত বিষয়। ফলে এই নিয়ে বিরোধী দলনেতাকে কোনও জবাবদিহি করতে তিনি রাজি নন। চন্দ্রিমা বলেন, 'কে কী বলছে তার জবাব দিতে আমরা বাধ্য নই । কেন্দ্রীয় সরকার জানে আমরা কী করছি । কিছুদিন আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি ভার্চুয়াল বৈঠক হয়েছিল । রাজ্যের তরফ থেকে সেই বৈঠকে যোগ দিয়েছিলাম আমি । এই বিষয়টি হয়তো বিরোধী দলনেতা জানেন না । সেখানে সমস্ত কিছু নিয়েই আলোচনা হয়েছে । বিশেষ করে টিউবারকিউলোসিস এবং রুবেলা ভাইরাস ঠেকাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে পদক্ষেপ করেছে, তার ভূয়ষী প্রশংসা করেছে কেন্দ্রীয় সরকার । সেই আলোচনায় কোভিড নিয়েও আলোচনা হয়েছে । সেখানে রাজ্য যেভাবে কাজ করছে তার প্রশংসা করেছে কেন্দ্রীয় সরকার । বিরোধী দলনেতা হয়তো এসব জানেন না ।'

ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৭ জুন পর্যন্ত ছিল ৫৭৫৫। কেরল, দিল্লির পরিস্থিতি খুবই সংকটজনক। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৯১ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৪৯৮। কেরল, গুজরাট, দিল্লির মতই পরিস্থিতি দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গে। এইরাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতে করোনা আক্রান্তের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?