মমতার ছবি দিয়ে ইদের শুভেচ্ছা জানাল বিজেপি, আর লিখল '... যারা উদযাপন করেন'

Published : Jun 07, 2025, 05:02 PM IST
mamata bjp

সংক্ষিপ্ত

BJP's social Media Post: সকালে বঙ্গ বিজেপি এক্স হ্যান্ডেলে ইদের শুভেচ্ছা জানিয়েছে। সেখানেই দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি। যাতে তিনি মাথায় কাপড় দিয়ে রেখেছেন।

ক্যাপশনে লেখা 'ইদ মোবারক যারা উদযাপন করেন '। আর ছবি দেওয়া রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম রীতি অনুয়ায়ী প্রার্থনার। এভাবেই ইদের দিন সোশ্যাল মিডিয়া পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছে বাংলার গেরুয়া শিবির। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্যরাজনীতিতে। কারণ বিজেপির মমতার বিরুদ্ধে প্রথম ও প্রধান অভিযোগই হল তোষণের রাজনীতি করার।

এদিন সকালে বঙ্গ বিজেপি এক্স হ্যান্ডেলে ইদের শুভেচ্ছা জানিয়েছে। সেখানেই দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি। যাতে তিনি মাথায় কাপড় দিয়ে রেখেছেন। দুই হাত সামনের দিকে জড়ো করেছেন। মুসলিমদের প্রার্থনা করার মত ভঙ্গিতে ছবি রয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের। যা বিশেষভাবে নজর কেড়েছে।

 

 

তবে এটাই প্রথম নয়, এর আগে বিজেপি বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগে সরব হয়েছে। শুধু বঙ্গ বিজেপির সদস্যরাই নয়, দিল্লির নেতারাও এই বিষয়ে মমতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সম্প্রতি অমিত শাহ বঙ্গ সফরে এসে অনুপ্রবেশকারীদের নিয়ে সরব হয়েছিলেন। তাঁর কথায় বাংলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছে। তাদের কাটতে কোনও ব্যবস্থা করে না রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্য়ায় এই ব্যাপারে উদাসীন বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে সরব হন। তিনি কটাক্ষ করে 'মমতা বেগম' বলেও বলেন। তবে এবার অতীতের সীমা ছাড়িয়ে বিজেপি সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি ব্যবহার করেছে। যা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি তৃণমূল কংগ্রেস।

আজ ইদ-উল-আজহার। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইদ-উল-আজহার মুসলিম সম্প্রদায়ের কাছে দ্বিতীয় ইদ। এদিন সকালে নামাজ পাঠ করা হয়। কোরবানি বা পশুবলিও হয়। আল্লার আদেশ মেনে ইব্রাহিম নিজের পুত্রকে উৎসর্গ করতে গিয়েছিলেন। সেই বিশেষ ঘটনাকে সম্মান জানাতেই ইদ-উল-আজহার পালন করা হয়। এটি মুসলিমদের কাছে একটি পবিত্র দিন। হজ যাত্রীরা ইদ-উল-আজহারের দিন ও পরের দিন শয়তানকে পাথর নিক্ষেপ করেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি