লক্ষ্মী ভাণ্ডারের টাকা হাজার থেকে বেড়ে একলাফে মিলবে ৩০০০ টাকা! বিণামূল্যে মিলবে বিদ্যুত, কিভাবে সম্ভব?

লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওয়ায় মহিলারা ১০০০ টাকার পরিবর্তে ৩০০০ টাকা এবং বিনামূল্যে বিদ্যুৎ পেতে পারেন। রাজ্যে  এই সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। 

Deblina Dey | Published : Jan 11, 2025 3:25 PM
112

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবকটি প্রকল্পের মধ্যে এই লক্ষ্মী ভাণ্ডার সবথেকে বেশি জনপ্রিয়। 

212

এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রায় অধিকাংশ মহিলারা এই প্রকল্পের অধীনে প্রতি মাসে ১০০০ টাকা পান।

312

সেই টাকাই বেড়ে হয়ে যাবে ৩০০০ টাকা। শুধু তিন হাজার টাকা নয় রাজ্যবাসী পাবে বিনামূল্যে মিলবে বিদ্যুত। তবে জানেন কিভাবে এটা সম্ভব হয়।

412

২০২৬ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে বিভিন্ন সভায় ভোট প্রচার চালাচ্ছেন বিজেপি নেতৃত্ব।

512

রাণিগঞ্জের একটি সভায় বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যবাসীকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি জানান- রাজ্যে বিপেজি সরকার এলে প্রতিটি মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে হাজার টাকার বদলে পাবেন তিন হাজার টাকা। 

612

সেই সঙ্গে রাজ্যবাসী বিনামূল্যে পাবেন বিদ্যুত। এসবতো আছেই এর সঙ্গে আরও মিলবে বাড়ির তৈরির টাকা- চওড়া রাস্তাঘাট, আলো, শৌচাগার। সবটাই বিজেপি সরকার দেবেন রাজ্যবাসীকে। 

712

শুধু তাই নয় এক সোনার বাংলা গড়ার সংকল্প নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।

812

তিনি আরও বলেন বাংলা এখন জঙ্গীদের আস্তানা হয়ে উঠেছে।

912

বাংলায় এমন সব জঙ্গীদের জায়গা দেওয়া হয়েছে যা রাজ্যবাসীর জন্য অন্ত্যন্ত বিপদজ্জনক।

1012

আর রাজ্যের এমন অবস্থা এই জঙ্গীদের রাজ্যের পুলিশ ধরেনি কেন্দ্র বা কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে। 

1112

তাই বাংলাকে সুরক্ষিত রাখতে বিজেপিকে বাংলায় আসতে দিন।

1212

তবে কেন্দ্রের এই স্বপ্ন সত্যি করতে বিজেপি কে আগামী নির্বাবচণে বিপুল ভোট দেওয়ার অনুরোধ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos