Subhankar Das | Published : Jan 11, 2025 11:53 AM
111
)
শনিবার সকালে কল্লোলিনীর পারদ নেমে গেছে স্বাভাবিকের চেয়ে অনেকটাই নীচে
তবে রবিবার থেকেই তাপমাত্রা (Temperature) আবার বাড়তে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
211
এদিকে আবার পশ্চিমি ঝঞ্ঝার কারণে, জাঁকিয়ে শীত পড়বে না পৌষ সংক্রান্তিতেও
ওদিকে আবার শনিবার, পুরুলিয়ার তাপমাত্রা অনেকটাই কম ছিল (Weather Update Kolkata)।
311
ঠান্ডায় দার্জিলিংকে প্রায় ছুঁয়ে ফেলেছে এই জেলা
পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি।
411
কারণ, দার্জিলিং-এর তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি, যার সঙ্গে ব্যবধান মাত্র দেড় ডিগ্রির
এছাড়া পশ্চিমের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটা কম।
511
কলকাতায় আবার শনিবার, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস
স্বাভাবিকের চেয়ে যা ১.২ ডিগ্রি কম।
611
শুক্রবার, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২.২ ডিগ্রির বেশি হয়নি
তাও স্বাভাবিকের চেয়ে আড়াই ডিগ্রি কম।
711
শনিবার রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গেছে
কল্যাণীতে ৯.৫, ঝাড়গ্রামে ৯.৫, শ্রীনিকেতনে ৯৯ এবং বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
811
এছাড়াও উলুবেড়িয়ায় ১০.৫, বাঁকুড়ায় ১০.৫, বহরমপুরে ১০.৪
পানাগড়ে ১০.৩ এবং আসানসোলে ১০.১ ডিগ্রি পর্যন্ত পারদ নেমে গেছিল।
911
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর
তারপর থেকে আগামী তিনদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে বোয়ে খবর। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দেওয়া হয়েছে।
1011
তবে আপাতত রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে
এদিকে কুয়াশার জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে বলে জানা যাচ্ছে। ফলে, সকালের দিকে যাতায়াত এবং যান চলাচলে বেশ সমস্যা হতে পারে।
1111
এদিকে সোমবার কালিম্পংও সামান্য ভিজতে পারে
অন্যদিকে, বৃষ্টিতে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।