২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। তবে বদলে যাবে স্থান।
210
হটসিট ভবানীপুর
এবার ভবনীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী। জল্পনা রাজ্য রাজনীতিতে।
310
শুভেন্দুর বক্তব্য
সম্প্রতি শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারাবেন। তারই পাল্টা জবাব দিয়েছে।
410
কুণাল ঘোষের জবাব
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, 'ভবানীপুরের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় চোখ ঝলসে যাবে।'
510
কড়া জবাব
ভবানীপুরের চোখ ধাঁধানো আলো সহ্য হবে না বিরোধী দলনেতার। ভবানীপুরে বিরোধী দলনেতা লড়তে এলে জামানত জব্দ করে বাড়ি পাঠাব। অন্য কোথাও নয় ভবানীপুরে লড়বেন! তবে অন্য কোথাও দাঁড়ালেও হারাব বলেও দাবি করেছেন কুণাল ঘোষ।
610
মমতা চুপ
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভবানীপুর মমতার গড় হিসেবে পরিচিত। সেখানেই জন্ম থেকে বেড়ে ওঠা।
710
কুণালের দাবি
কুণাল ঘোষ অবশ্য বলেছেন, ভবানীপুর থেকে জিতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক মমতার মন্ত্রিসভায় থাকবেন।
810
রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য
শুভেন্দু একাধিকবার বলেছেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপধ্যায়কে হারাবেন। তিনি একবারেও বলেননি যে তিনি নিজে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হবেন। করণ শুভেন্দুর গড় কিন্তু মেদিনীপুর। সেখানেরই ভূমিপুত্র তিনি। তৃণমূল বা বিজেপি যে দলেই থাকুন না কেন, নিজের গ়ড়েই ভোট লড়াই করেছেন।
910
নন্দীগ্রাম বিতর্ক
নন্দীগ্রাম বিধানসভায় শুভেন্দুর জয় নিয়ে বিতর্ক রয়েছে। ১৯৫৬টি ভোটে জয়ী হয়েছিলেন তিনি। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় কারেন্ট অফ করে গণনায় গরমিল করেছিলেন শুভেন্দু। যদিও এই নিয়ে মামলা চলছে।
1010
শুভেন্দর বার্তা
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিয়ে শুভেন্দু বলেন কটাক্ষ করে বলেন 'কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী'। তিনি আরও বলেছেন, মমতা যতদিন বাঁচবেন, নন্দীগ্রাম তাঁর কাছে হয়ে থাকবে কাঁটার মতই।