৬ নম্বর মুরলীধর সেন লেনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু। সেখানেই শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যের একাধিক জেলায় আইনশৃঙ্খলার পরিস্থিতির খারাপ হচ্ছে।
রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ তুললে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তিনি কথা বলতে চান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে। একই সঙ্গে কবে , কখন, কোথায় বৈঠক হবে তা ঠিক করার সিদ্ধান্ত মুখ্যসচিবের ওপরই ছেড়ে দিয়েছেন শুভেন্দু।
মঙ্গলবার সন্ধ্যেবেলা ৬ নম্বর মুরলীধর সেন লেনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু। সেখানেই শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যের একাধিক জেলায় আইনশৃঙ্খলার পরিস্থিতির খারাপ হচ্ছে। এই এলাকার মানুষ বিপন্ন। আইনশৃঙ্খলার কারণে রাজ্যের একাধিক মানুষ আক্রান্ত। শুভেন্দু অধিকারীর দাবি রাজনৈতিক কারণে হাত গুটিয়ে রয়েছে পুলিশ। সেখানে তিনি দাবি করেছে, রাজ্যের উপগ্রুত এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন করারও দাবি তুলেছেন তিনি।
শুভেন্দু আরও দাবি করেছেন, যে সব এলাকায় অশান্তির ঘটনা ঘটছে। সেখানে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হোক। যে এলাকায় অশান্তির ঘটনা ঘটছে সেখানে এনআইকে দিয়ে তদন্ত করানো হোক। পন্থকে লেখা চিঠিতে শুভেন্দু জানিয়েছেন, তাঁর নেতৃত্বে বিজেপির পাঁচ জন বিধায়ক দেখা করতে চান মুখ্যসচিবের সঙ্গে। সোমবার চিঠি দিলেও মঙ্গলবার রাত পর্যন্ত নবান্ন থেকে কোনও জবাব আসেনি বলেও জানিয়েছেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, বাংলায় শান্তি বিরাজ করেছে। কোথাও কোনও ঘটনা ঘটলে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। শুভেন্দুর উচিৎ মণিপুর নিয়ে বীরেন সিংহ ও অমিত শাহকে পরামর্শ দেওয়া।
রাজ্যের একধিক বিষয় নিয়ে শুভেন্দু অধিকারি সমালোচনায় সরব হয়েছে। আবাস দুর্নীতি থেকে শুরু করে আরজি কর - সবেতেই শুভেন্দু অধিকারী নিশানা করেন অমিত শাহকে। সম্প্রতি লটারি দুর্নীতি নিয়েও তিনি সরব হয়েছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।