বাংলাদেশ নিয়ে অমিত শাহের সঙ্গে শুভেন্দুর ৪০ মিনিট কথা, কী বললেন বিজেপি নেতা

Published : Aug 07, 2024, 02:54 PM IST
bjp update 45 minutes meeting between Amit Shah and Suvendu Adhikari in Delhi bsm

সংক্ষিপ্ত

বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৪০ মিনিট বৈঠক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু।

বাংলাদেশের উত্তাল পরিস্থিতির মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তাঁদের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে রুদ্ধদ্বার বৈঠক হয়। বিরোধী দলনেতা মঙ্গলবারই দিল্লি উড়ে গিয়েছিলেন। সেখানেই তিনি দেখা করেন অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। সূত্রের খবর শুভেন্দুর সঙ্গে বিজেপির দুই কেন্দ্রীয় নেতাই কথা বলেন। বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তার আগে শুভেন্দুর সঙ্গে অমিত শাহের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করেছে রাজনৈতিক মহল।

কেন শুভেন্দু অধিকারী দিল্লি গেছেন, তা প্রথম খোলসা করেননি। কিন্তু পরে তিনি জানিয়েছেন, রাষ্ট্রীয় অধ্যক্ষের সঙ্গে নির্বাচনের পরে তাঁর দেখা হয়নি। শুধুমাত্র টেলিফোনে কথা হয়েছিল। তাঁকে দুটি কাজ দিয়েছিলেন। সেটা নিয়েই আলোচনা করতে তাঁর দিল্লি সফর। শুভেন্দু আরও জানিয়েছেন। অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য ফোন করে সময় চেয়েছিবেন তিনি। তিনি সময় দেওয়ায় শুভেন্দু অমিত শাহের সঙ্গে দেখা করেন। তাদের মধ্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলেও জানিয়েছেন। অমিত শাহের সঙ্গে প্রায় ৪০ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেছেন শুভেন্দু।

শুভেন্দু বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। শুভেন্দু জানিয়েছেন, অমিত শাহ সিকিউরিটি কাউন্সিলের সদস্য। তাই তিনি বাংলাদেশের হিন্দু ও হিন্দু মন্দিরের যাতে কোনও ক্ষতি না হয় তা দেখার আর্জি জানিয়েছেন। শুভেন্দু আরও বলেন, তাঁর নিজের মা বরিশাল থেকে এককাপড়ে চলেছে এসেছিল। তাই দেশ ছাড়ার যন্ত্রণা কী সেটা তিনি জানেন। তাই বাংলাদেশের হিন্দুদের নিয়েও কথা বলেছেন।

শুভেন্দু অধিকারী বাংলাদেশের অস্থিরতা নিয়ে আগেই রাজ্যবাসীকে সচেতন করেছিলেন। বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে কেন্দ্রের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছিলেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কলকাতায় ফের পারদপতন, জারি কুয়াশার সতর্কতা, দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান