পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। এখন অনলাইনে আবেদন করতে পারবেন swasthyasathi.gov.in ওয়েবসাইটে। পরিবারের মহিলা প্রধানের নামে আবেদন করতে হবে।
মমতা সরকারের বাকি সব প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মী ভাণ্ডারের পরেই এই প্রকল্প, সবচেয়ে বেশি জনপ্রিয়। এরপর নাম হল স্বাস্থ্য সাথী প্রকল্প।
210
এই প্রকল্পের আওতায় একটি মাত্র কার্ড দিয়েই ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা মেলে বলে দাবি।
310
পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারকে আর্থিকভাবে সুরক্ষা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) প্রকল্প চালু করেছিল ।
তবে এবার থেকে এই প্রকল্পের নিয়মে করা বয়েছে পরিবর্তন। আপনি যদি এই কার্ডের গ্রাহক হতে চান তবে আপনাকে এই বিষয়ে অবশ্যই জানতে হবে।
510
আগে ব্লক অফিসে গিয়ে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদনপত্র ফিলাপ করতে হত। তবে এখন সবটাই অনলাইনে করতে হবে।
610
রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে এবার এই নতুন সুবিধা চালু করা হয়েছে। এখন সবটাই অনলাইনে করতে হবে।
710
কোনও ব্রাউজারে গিয়ে swasthyasathi.gov.in টাইপ করুন। সেখান থেকে হোমপেজে গিয়ে “Apply Online” অপশনটিতে ক্লিক করুন। এবার “Online Application for Swasthya Sathi Card” অপশনটিকে বেছে নিন।
810
নতুন নিয়মে আবেদন করার জন্য পরিবারের মহিলা প্রধানের নাম দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। এরপর নাম, বয়স, লিঙ্গ, সংখ্যালঘু স্ট্যাটাস, জাতি, ঠিকানা, পিন কোড, সবকিছু সঠিকভাবে ইনপুট করুন।
910
এরপর আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং রেশন কার্ডের তথ্য দিন। একটি পিডিএফ ফাইলে সমস্ত তথ্য যুক্ত করে আপলোড করুন। এরপর “Add Member” অপশনে গিয়ে সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, রেশন কার্ড এবং আধার কার্ডের তথ্য পূরণ করুন।