তৃতীয় দফায় রাজ্যে চার কেন্দ্রে ভোট গ্রহণ, রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা

Published : May 06, 2024, 10:04 PM ISTUpdated : May 06, 2024, 10:11 PM IST

মঙ্গলবার তৃতীয় দফায় ভোট গ্রহণ গোটা দেশে। এই রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলার চারটি কেন্দ্রে নির্বাচন হবে। শান্তিপূর্ণ ভোটের প্রস্তুতি চলছে। 

PREV
110
চার কেন্দ্রে ভোট

রাজ্যের দুই জেলার চার কেন্দ্রে ভোট গ্রহণ। মালদা উত্তর ও মালদা দক্ষিণ। পাশের জেলায় মুর্শিদাবাদ ও জঙ্গিপুর।

210
শান্তিপূর্ণ ভোটের প্রস্তুতি

শান্তিপূর্ণ ভোটের প্রস্তুতিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে করেছে নির্বাচন কমিশন।

310
মালদায় নিরাপত্তা বাহিনী

মালদার দুই কেন্দ্রের জন্য ১৪৩ কোম্পানি আধা সেনার ব্যবস্থা করা হয়েছে। শান্তপূর্ণ ভোট করতে প্রস্তুত কমিশন। 

410
মালদা দক্ষিণ

মালদা দক্ষিণে ১৭ জন প্রার্থী রয়েছে। ভোটার সংখ্যা ১৭ লাখ ৭৯ হাজার ৮২৬। মালদা দক্ষিণে বুথের সংখ্যা ১৭৫৯।

510
মুর্শিদাবাদে নিরাপত্তা

মুর্শিদাবাদের দুটি কেন্দ্রের জন্য ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দুটি লোকসভা আসনে ৯৫০টি বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

610
জঙ্গিপুর

এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। ভোটার সংখ্যা ৮ লাখ ১ হাজার ৭১৪ জন । ১৮৫১টি বুথ রয়েছে।

710
মুর্শিদাবাদ

বুথের সংখ্যা ১৯৩৮। ১১জন প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবেন ১৯ লাখ ৮৬ হাজার ৯০৬ জন ভোটার।

810
ভোট কর্মী

দুই কেন্দ্রে মোট ভোটকর্মীর সংখ্যা ২৮৪৭০ জন। তাঁদের মধ্যে ২২০০ জন রয়েছেন মহিলা ভোটকর্মী।

910
হেভিওয়েট প্রার্থী

চার কেন্দ্রে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে বিজেপির খগেন মুর্মু। সিপিএমএর মহম্মদ সেলিন। কংগ্রেসের ইশা খান চৌধুরী।

1010
মালদা উত্তর

এই কেন্দ্রের প্রার্থীর সংখ্যা ১৫। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৫৮ হাজার ১১৬।ভোট কেন্দ্র ১৮১২।

click me!

Recommended Stories