ঘাটালে দেবের প্রতিপক্ষ বিজেপির হিরণ কোটিপতি, কিন্তু মাথার ওপর রয়েছে কোটি টাকার দেনার চাপ

ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়। বিজেপির অভিনেতা প্রার্থী। লোকসভা নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন। সেখানেই নিজের সম্পত্তির কথা বলেছেন।

 

Saborni Mitra | Published : May 6, 2024 3:09 PM
110
হিরণ চট্টোপাধ্য়ায়

ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের দেবের প্রতিপক্ষ হিরণ চট্টোপাধ্য়ায়। হিরণ নামেই তাঁকে সকলে চেনে। হলফনামা অনুযায়ী কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর।

210
হিরণের আয়

নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী হিরণ ২০১৯-২০ সালে ৮ লক্ষ ৬৮ হাজার ১২৩ টাকা আয় করেছিলেন। পরের বছর আয় ছিল লক্ষ ৮০ হাজার ২৫০ টাকা, ২০২১-২২এ ৫ লক্ষ ১ হাজার ৬৭০ টাকা, ২০২১-২২ এ ৯ লক্ষ ১ হাজার ৯১০ টাকা আয় করেন। গত অর্থবর্ষে তাঁর আয় ছিল ৫ লক্ষ ১ হাজার ৫৭০ টাকা।

310
হিরণের স্ত্রীর আয়

নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী হিরণের স্ত্রীর ৭ লক্ষ ৬৩ হাজার ৪৭৯ টাকা, ৪ লক্ষ ৮২ হাজার ৯৩০ টাকা, ৫ লক্ষ ৫ হাজার ২৭০ টাকা, ৪ লক্ষ ৫ হাজার ৫৭০ টাকা এবং ৫ লক্ষ ৪৭ হাজার ১০০ টাকা। হিরণের মেয়ে নিয়াসা আয়করের আওতায় পড়ে না বলেও নির্বাচনী হলফনামা জানিয়েছেন।

410
হিরণের স্থাবর সম্পত্তি

হিরণের ৩২ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।

510
হিণরের অস্থাবর সম্পত্তি

হিরণে অস্থাবর সম্পত্তির পরিমাণে ৩ কোটি ১৩ লক্ষ ১৫ হাজার ৮২৮ টাকা।

610
মেয়ে ও স্ত্রীর সম্পত্তি

হিরণের স্ত্রী অনিন্দিতার অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৯২ লক্ষ ২৪ হাজার ৭৭৯ টাকা। স্ত্রীর স্থাবর সম্পত্তির তথ্য জানানি হিরণ। নির্বাচনী হলফনামা অনুযায়ী কন্যার অস্থাবর সম্পত্তির পরিমাণে ৪২ লক্ষ ্র হাজার ৩২৬ টাকা।

710
হিরণের ঋণদেনা

হিরণ স্ত্রীর কাছ থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। এছড়াও একাধিক সংস্থা থেকে তিনি ঋণ নিয়েছেন। বর্তমানে তাঁর মাথার ওপর রয়েছে প্রায় ১ কোটি ৫২ হাজার ৩৭ টাকার দেনা রয়েছে।

810
দম্পতির হাতে নগদ

হিরণ জানিয়েছেন তাঁর হাতে নগদ রয়েছে ১৫ লক্ষ টাকা। স্ত্রীর হাতে নগদের পরিমাণে ১২ লক্ষ। মেয়ের হাতে ১০ লক্ষ নগদ রয়েছে।

910
হিরণের গাড়ি-বাড়ি

নির্বাচনী হলফনামা অনুযায়ী হিরণের ৪ লক্ষ টাকার একটি Toyota Etios গাড়ি রয়েছে। স্ত্রীর রয়েছে ৫ লক্ষের Toyota Fortune। কসবায় একটি বাণিজ্যিক সম্পত্তি রয়েছে। ২০১৫ সালে ৩২ লক্ষ টাকায় কেনা এই সম্পত্তির বর্তমান মূল্য ৯০ লক্ষ।

1010
হিরণ ও স্ত্রীর গয়নাগাটি

হিরণের কাছে ১৬ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না রয়েছে। স্ত্রীর গয়নার পরিমাণে ১৮ লক্ষ টাকা। মেয়ের হাতে রয়েছে ১৬ লক্ষ টাকার গয়না।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos