কাঁচরাপাড়া রেলসেতুতে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৮

আর জি কর মেডিক্যাল কলেজের নৃশংস ঘটনার বিচারের দাবি এখনও স্তব্ধ হয়ে যায়নি। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসছে।

Soumya Gangully | Published : Oct 30, 2024 11:53 AM IST / Updated: Oct 30 2024, 06:20 PM IST

কিছুদিন আগেই কৃষ্ণনগরে এক তরুণীর উপর নৃশংস অত্যাচার চালানোর পর পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছে। এবার সেই নদিয়া জেলাতেই এক মহিলাকে স্বামীর সামনে গণধর্ষণের অভিযোগ উঠল। নদিয়ার কল্যাণীতে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কল্যাণী থানার কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের রেল সেতুর নীচে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনার ভিত্তিতে পথে-ঘাটে মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতা মহিলা ও তাঁর স্বামীর অভিযোগের ভিত্তিতে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারী মহিলার শারীরিক পরীক্ষা করা হয়েছে। ধৃতদের জেরা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ফরেন্সিক বিশেষজ্ঞরাও তদন্ত চালাচ্ছেন।

ঠিক কী হয়েছিল?

Latest Videos

নির্যাতিতার স্বামী পুলিশকে জানিয়েছেন, বুধবার ভোরে তাঁরা দু’জন কল্যাণীর কাঁচরাপাড়া রেলসেতুর উপর দিয়ে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন তাঁদের ঘিরে ধরে। তাঁর স্ত্রীকে জোর করে সেতুর নীচে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার চালায় তারা। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সিদ্ধার্থ ধাপোলা জানিয়েছেন, 'অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।' পুলিশ সূত্রে জানা গিয়েছে, গণধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার পর প্রথমে চারজনকে গ্রেফতার করা হয়। এরপর আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়ায়। 

তদন্তে ফরেন্সিক দল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ঘটনাস্থলে যায় তিন ফরেন্সিক বিশেষজ্ঞের একটি দল। ঘটনাস্থল থেকে ভাঙা কাচের চুড়ি, টিফিন বক্স পাওয়া গিয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞ সন্দীপ ঘোষ জানিয়েছেন, 'গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিটি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পুলিশি তদন্তের সঙ্গে রিপোর্ট যুক্ত হবে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চাকরির লোভ দেখিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নির্যাতিতা ১৩ বছরের কিশোরী

মাদক মেশানো প্রসাদ খাইয়ে মহিলাকে ধর্ষণ, অভিযুক্ত পুরোহিত, ভিডিও করে ব্ল্যাকমেল

পটাশপুরে গৃহবধূকে ধর্ষণ করে খুন, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত প্রৌঢর

Share this article
click me!

Latest Videos

জগদ্ধাত্রী পুজোয় নতুনত্বের ছোঁয়া! Chandannagar-এ ‘মাটির মায়া’ থিমে নজর কাড়বে সবার | Chandannagar
পঞ্চমবার বিয়ে করতে এসে দৌড়ে পালাল গুণধর বর! কেন! দেখুন | Murshidabad News
'ভুয়ো! রাজ্যের বাইরে চলেনা, অবিলম্বে আয়ুষ্মান ভারত যোজনা চালু করুন মমতা' | Suvendu Adhikari | BJP
'স্বাস্থ্যসাথী কার্ড একটা ভুয়ো কার্ড!’ Suvendu-র ফোঁস Mamata-কে! দেখুন কী বললেন | Suvendu Adhikari
এক মূর্তিতেই কৃষ্ণের বাঁশি ও কালীর খড়্গ! জানুন Nadia-র সেন পাড়ার কৃষ্ণকালী মাতার গল্প | Kali Puja