'শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন টাকা তুলতেন'! বিস্ফোরক মন্তব্য দলবদলু তাপসী মণ্ডলের

Published : Mar 24, 2025, 09:00 PM IST
Haldia BJP MLA Tapasi Mondal joins TMC  problems increase for Suvendu Adhikari bsm

সংক্ষিপ্ত

Tapasi Mondal On Suvendu Adhikari: তাপসী মণ্ডল বলেন, 'শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন তখন টাকা তুলতেন।' তিনি জানিয়েছেন, হলদিয়ার ব্যবসায়ী, ঠিকাদারদের থেকে এখনও টাকা তোলেন শুভেন্দু। 

Tapasi Mondal On Suvendu Adhikari: বিজেপি ছেড়ে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এই ঘটনার পর মাস ঘুরতে না ঘুরতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মরাত্মক অভিযোগ করলেন তিনি। এবার তিনি শুভেন্দুর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেন। বলেন, 'শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন তখন টাকা তুলতেন।' তিনি জানিয়েছেন, হলদিয়ার ব্যবসায়ী, ঠিকাদারদের থেকে এখনও টাকা তোলেন শুভেন্দু।

তাপসী মণ্ডল বলেন, 'হলদিয়ার মানুষ জানে উনি যখন তৃণমূলে ছিলেন তখনও হলদিয়া থেকে টাকা তুলতেন। টাকা নিয়ে যেতেন। হলদিয়ার শিল্পপতি যাঁরা আছেন, ছোট ব্যবসায়ী যারা আছেন, ঠিকাদার যার আছেন এখনও তাদের কাছ থেকে টাকা তোলেন।'

২০১৬ সালে বিধানসভা নির্বাচনে হলদিয়া থেকে জয়ী হয়েছিলেন তাপসী মণ্ডল। তখন তিনি ছিলেন কংগ্রেস সমর্থিক সিপিএম প্রার্থী। তারপর ২০২১ সালে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দুর হাত ধরে। হলদিয়া থেকে প্রার্থী করা হবে এই প্রতিশ্রুতি পেয়েই তিনি দলবদল করেন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার ঠিক এক বছর আগে গত ১০ মার্চ বিজেপি ছেড়ে তৃণমূলের হাত ধরেন তাপসী মণ্ডল। যোগদানের ৩ দিনের মাথায় WBDU-র চেয়ারম্যান দায়িত্বও পেয়েছেন হলদিয়ার বিধায়ক। ২০২১ সালে শুভেন্দু অধিকার হাত ধরেই তাপসী যান বিজেপিতে। সেইথেকে ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট বৃত্তে।

তাপসীর দলবদল প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য- 

শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি তাপসী মণ্ডলকে বিজেপিতে নিয়ে যাননি। তাপসী সিপিএম-এ ছিল। আসতে চেয়েছিল তাই তিনি বিজেপিতে আসার ব্যবস্থা করেছিলেন। শুভেন্দু আরও বলেছেন, সুনীল মণ্ডলও ছিল। বিরাট একটা তালিকা ছিল। তিনি আরও বলেন, মুকুটমণি, বিশ্বজিৎ আর কৃষ্ণকল্যাণী এদিক থেকে ওদিক হয়েছে। তারপরই তিনি তাপসী মণ্ডলের উদ্দেশ্যে বলেন, 'ওই ভদ্রমহিলাকে আগামিকাল বিধানসভায় এসে বলতে বলুন, আমি তৃণমূলের এমএলএ। বলতে বলুন না সাহস আছে?' তাপসী জানিয়েছেন, তিনি ধর্ম নিয়ে রাজনীতি পছন্দ করেন না। পাল্টা শুভেন্দু বলেন, তিনি এই জাতীয় কথার কোনও উত্তর দেবেন না।

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট
চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন