কেন আলুর দামে নিয়ন্ত্রণ নেই? তদন্তে আসা অসাধু চক্রের নথিপত্র পৌঁছে গেছে নবান্নে

Published : Dec 29, 2024, 02:46 PM IST
Potatoes

সংক্ষিপ্ত

টাস্ক ফোর্স সূত্রের খবর, হুগলির তারকেশ্বর, ধনেখালি, বৈচি, ভান্ডারহাটি, বর্ধমানের মেমারি, কালনা, বুলবুলিতলায়, রীতিমত দাপট বাড়ছে এই অধাসু চক্রের। 

আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারি নজরদারি চলছে। কিন্তু তারপরেও সবকিছু ঠিকঠাক চলছে না। রাজ্যের একাধিক বাজারে ঘুরছে টাস্ক ফোর্স। কিন্তু তারপরেও নিয়ন্ত্রণে আসেনি আলুর দাম। কিন্তু নজরদারি চালাতে গিয়ে রাজ্যের নজরে এল একটি অসাধু চক্র। টাস্ক ফোর্সের সূত্রের খবর, বর্ধমান ও হুগলিতে দাপিয়ে বেড়়াচ্ছে এই অধাসু চক্র। তারাই নিত্যদিন সন্ধ্যেবেলা নির্ধারণ করে দেয় আলুর দাম। তাতেই বাজারে গিয়ে যেমন হাতপুড়ছে ক্রেতার, তেমনই আলুর দাম বাড়লেও অতিরিক্ত মুনাফা পাচ্ছে না কৃষকরা।

টাস্ক ফোর্স সূত্রের খবর, হুগলির তারকেশ্বর, ধনেখালি, বৈচি, ভান্ডারহাটি, বর্ধমানের মেমারি, কালনা, বুলবুলিতলায়, রীতিমত দাপট বাড়ছে এই অধাসু চক্রের। ইতিমধ্যেই এই এই অসাধু চক্রের ব্যপারে খোঁজখবর শুরু করেছে নবান্ন। নবান্ন সূত্রের খবর টাস্ক ফোর্সের থেকে যে অসাধু চক্রের সন্ধান পেয়েছ তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ছনবিন। অধসুচক্রে কারা কারা রয়েছে, কীভাবে অসাধু চক্র কাজ করছে , তারও নথিপত্র হাতে এসেছে নবান্নর। ইতিমধ্যেই পুলিশের হাতে প্রয়োজনীয় নথিপত্র তুলে দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রের খবর, তাদের কাছে এখনও পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে স্পষ্ট রীতিমত কমিটি গঠন করেই আলু নিয়ে অসাধু চক্র চলছে। প্রত্যেক কমিটিতে ৪-৫ জন করে রয়েছে। যারা দিনের পর দিন ধরে অসাধু চক্র চালিয়ে যাচ্ছে। আলুর দাম বাড়িয়ে যাচ্ছে। আগের সন্ধ্যেবেলাই তারা নিলামের মত ব্যবস্থা করে। সেখানেই অসাধুচক্রের মাতব্বররা ঠিক করে দেয় পরের দিন কলকাতা সহ রাজ্যের বাজারগুলিতে আলুর দাম ঠিক কত হবে। এই কমিটিতে বড়মাপের আলু ব্যবসায়ীরা রয়েছে বলেও সূত্রের খবর। প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইতিমধ্যেই আলু ব্যবসায়ী সহ অধাসু চক্রের সঙ্গে যুক্তদের মোবাইল ধরে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে তাদের গতিবিধি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর