কলকাতা-সহ বাংলার জেলায় জেলায় পারদ পতন, জেনে নিন শীতকাল নিয়ে কী বলছে হাওয়া অফিস?

Published : Nov 19, 2024, 07:26 AM ISTUpdated : Nov 19, 2024, 11:49 AM IST
Kolkata Winter

সংক্ষিপ্ত

উত্তর পশ্চিম ভারত থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে বাংলায় তাপমাত্রা হ্রাস পেয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমেছে এবং আগামী সপ্তাহে আরও হ্রাস পেতে পারে।

Weather News: আবহাওয়াবিদরা বলছেন, উত্তর পশ্চিম ভারতে প্রবল ঠান্ডা বাতাস বইছে। এর ফলে তাপমাত্রা কমেছে। এর প্রভাবে বাংলায়ও নেমেছে পারদ। এগুলোসহ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের চেয়ে কম। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে চলে গেছে। জেলা ও শহরগুলোতে ভালোই শীত পড়ছে। রাতে গরম কাপড় পরতে হবে। সকালে কুয়াশা, দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের পারদ পতন বেশি।

সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে যাওয়ায় উত্তরের বাতাসের গতিবেগ বৃদ্ধি পায়। ঠাণ্ডা বাতাস বইছে আগেই। সারা বাংলায় হালকা শীত অনুভূত হচ্ছে। আজ ঋতুর প্রথমবারের মতো ঘরের ভেতরের তাপমাত্রা ১৮ ডিগ্রিতে পৌঁছেছে। আজ সকাল ৬টায়, কলকাতা এবং এর আশেপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। কিন্তু বাংলায় কবে ঠাণ্ডা পড়বে সে বিষয়ে তথ্য দিয়েছে আবহাওয়া দফতর।

দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। পারদের পতনের এই অবস্থা দেখে মনে করার কোনও কারণ নেই যে ঠাণ্ডা দরজায়। কারণ এ সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেই স্থিতিশীল হবে। তাই আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলায় শীতের প্রভাব অনুভূত হবে বিশেষ করে কলকাতা ও তার আশেপাশের এলাকায়।

আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে। নতুন সপ্তাহের মাঝামাঝি নিম্ন তাপমাত্রা আবার দেখা দেবে। তবে তুষার মেজাজে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না, অর্থাৎ অগ্রহায়ণে হেমন্ত তার উপস্থিতি ভালোভাবে অনুভব করবেন। আজ মঙ্গলবার আকাশ পরিষ্কার থাকবে।

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি