আবারও ঘনিয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ! এখনই বৃষ্টি বিদায় নয়, টানা কতদিন ভিজবে বঙ্গ?

Published : Aug 09, 2024, 06:30 AM IST

আবারও ঘনিয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ! এখনই বৃষ্টি বিদায় নয়, টানা কতদিন ভিজবে বঙ্গ?

PREV
18
আবারও ঘনিয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ!

বঙ্গে এখনই কমছে না বৃষ্টি। ফের আরও একবার নিম্নচাপের সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

28
আবারও ঘনিয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ!

দক্ষিণবঙ্গে একই রকম ভাবে বৃষ্টি পড়তে পারে । এখনও বেয়স কয়েকদিন ভিজবে বঙ্গ।

38
আবারও ঘনিয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ!

জেলায় জেলায় মেঘলা আকাশ তার পাশাপাশি মাঝে মধ্যেই জারি থাকবে বৃষ্টিপাত।

48
আবারও ঘনিয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ!

তাপমাত্রাও কমবে বেশ খানিকটা। গরমের অস্বস্তি থেকে অনেকটাই নিস্তার পাবে মানুষ।

58
আবারও ঘনিয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ!

ভারী বৃষ্টিপাতের কোনও সতর্কতা জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। হুগলি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া ভিজতে পারে বলে জানা গিয়েছে।

68
আবারও ঘনিয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ!

উত্তরবঙ্গেও হালকা থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। আসন্ন সপ্তাহতেও বৃষ্টি জারি থাকবে পার্বত্য অঞ্চলে।

78
আবারও ঘনিয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ!

এ ছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায়।

88
আবারও ঘনিয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ!

পুরুলিয়াতেও ঝড় বৃষ্টির প্রকোপ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সপ্তাহের শেষে। দুই ২৪ পরগনাতেও এখনও থামবে না বৃষ্টিপাত।

click me!

Recommended Stories