ভয়ঙ্কর ঘটনা! তারাপীঠে গণধর্ষণের শিকার পুরোহিতের স্ত্রী! পুরো ঘটনা শুনে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের

Published : Nov 05, 2024, 09:53 PM IST
rape of a teenager

সংক্ষিপ্ত

বীরভূমের বাসিন্দা ওই পুরোহিত যুবক বছর খানেক আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে গ্রামের বাড়ি ছেড়ে যুবকের কর্মস্থলের কাছেই থাকতেন দম্পতি।

আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। সুবিচারের দাবিতে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক নারী নির্যাতনের ঘটনা তুলে দিচ্ছে বহু প্রশ্ন। এবার খোদ বীরভূমের তারাপীঠের পুরোহিতের স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।

জানা গিয়েছে, বীরভূমের বাসিন্দা ওই পুরোহিত যুবক বছর খানেক আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে গ্রামের বাড়ি ছেড়ে যুবকের কর্মস্থলের কাছেই থাকতেন দম্পতি।

শোনা যাচ্ছে, বিয়ের পর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন পুরোহিতের স্ত্রী। ঘটনাচক্রে অভিযুক্ত দুই যুবক তা জানতে পেরে যায়। যুগলের উপর নজরদারি শুরু করে। তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবিও তুলে রাখে। এর পর ওই ছবি স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে রবিবার রাতে বধূকে নির্জন জায়গায় নিয়ে যায় সুপ্রিয় রায় ও বর্ষণ পাল নামে দুই যুবক। সেখানেই বধূকে গণধর্ষণ করা হয়।

সূত্রের খবর, নিজেদের নির্দোষ প্রমাণ করতে অভিযুক্তরা বধূ ও তাঁর প্রেমিকের ছবি স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয়। এর পরই নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হন। মহিলা পুলিশে লিখিত অভিযোগ জানাতেই সোমবার সাতসকালে গ্রাম থেকে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ। গৃহবধুর প্রেমিকের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

PREV
click me!

Recommended Stories

নন্দীগ্রামে সেবাশ্রয় করে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের, পাল্টা জবাব বিরোধী দলনেতার | Suvendu Adhikari
নন্দীগ্রামে সেবাশ্রয় করে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের, পাল্টা জবাব বিরোধী দলনেতার